নয়াদিল্লি: ক্রিকেট না খেললে হয়তো তাঁকে সকলে চিনতেন বলিউডের বিখ্যাত পরিচালক বিধু বিনোদ চোপড়ার (Vidu Vinod Chopra) পুত্র হিসাবে। থ্রি ইডিয়টস, টুয়েলভথ ফেলের মতো সাড়া ফেলে দেওয়া ছবির পরিচালক। বিধু বিনোদের ছেলের অবশ্য ধ্যান জ্ঞান ক্রিকেট। এবং ঘরোয়া ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন।
অগ্নি চোপড়া। অভিষেকের পর প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর চার ম্যাচে সেঞ্চুরি করেছেন। যা একটি রেকর্ড। এর আগে কোনও ক্রিকেটার অভিষেকের পর টানা চার ম্যাচে সেঞ্চুরি করেননি। চলতি রঞ্জি ট্রফিতে মিজোরামের হয়ে খেলে সাড়া ফেলে দিয়েছেন অগ্নি চোপড়া।
রঞ্জি ট্রফির চতুর্থ রাউন্ডে মেঘালয়ের বিরুদ্ধে ১০৫ ও ১০১ রান করার পরই রেকর্ডবুকে নাম তুলেছেন অগ্নি। রঞ্জি ট্রফি অভিষেকেই সিকিমের বিরুদ্ধে ৯২ বলে ১৬৬ রান করেছিলেন। তারপর নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে ১৬৪ রান করেছিলেন। পরের ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১১৪ রান করেন অগ্নি। সব মিলিয়ে রঞ্জি কেরিয়ারে ৮ ইনিংসে ৭৬৭ রান করেছেন।
ছেলের কৃতিত্বে গর্বিত মা অনুপমা। যিনি বিখ্যাত চিত্র সমালোচকও। অনুপমা সোশ্যাল মিডিয়ায় অগ্নির রেকর্ডের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, 'গর্বিত মা'।
বর্তমানে রঞ্জি ট্রফি চলছে এবং অগ্নি চোপড়া এই মরশুমে সর্বোচ্চ রান সংগ্রাহক করেছেন। বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নি চোপড়া এই মরশুমে এখনও পর্যন্ত ৮ ইনিংসে ৭৬৭ রান করেছেন। যেখানে তাঁর ব্যাটিং গড় ছিল ৯৬.২৮। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৫টি সেঞ্চুরি করেছেন অগ্নি। এই মরশুমে রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয়েছেন অগ্নি দেব চোপড়া। ২০২৪ সালের রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে তন্ময় দ্বিতীয় স্থানে রয়েছে। ৪ ইনিংসে ব্যাট করার সময় তন্ময় এখন পর্যন্ত মোট ৫৯৪ রান করেছেন। তবে অগ্নি এখনও তেমন কঠিন দলের বিরুদ্ধে খেলতে নামেননি। তিনি সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল ও মেঘালয়ের বিরুদ্ধেই খেলেছেন।
আরও পড়ুন: আইসিসি নিয়ে জল্পনার মাঝেই ফের এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত জয় শাহ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে