নয়াদিল্লি: ফিফার (FIFA) নির্বাসনমুক্ত হতে চলেছে ভারতীয় ফুটবল (Indian Football)? কেন্দ্রীয় সরকারি সূত্র থেকে অন্তত সেরকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, দ্রুত উঠে যেতে চলেছে ফিফার নিষেধাজ্ঞা। সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের শীর্ষ এক কর্তা জানিয়েছেন, শীঘ্রই উঠতে চলেছে নির্বাসন।


সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটি (সিওএ) সরে যেতেই ফিফার কাছে ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার আর্জি জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি লিখে এই আর্জি জানিয়েছেন এআইএফএফ-এর কার্যনির্বাহী সচিব সুনন্দ ধর (Sunanda Dhar)।






ফিফার সচিব ফাতমা সামৌরাকে লেখা চিঠিতে সুনন্দ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছেন। প্রশাসক কমিটিকে সরিয়ে দিয়ে ভারতীয় ফুটবলের কার্যভার এআইএফএফ-এর হাতেই তুলে দেওয়া হয়েছে। নিয়ম মেনে খুব তাড়াতাড়ি নির্বাচন করা হবে।’


তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে গত ১৫ অগাস্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করে ফিফা। এ বছর ১১-৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ। নির্বাসনের মেলে ফিফার তরফে বলা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। নির্বাসন না উঠলে ভারতে হবে না বিশ্বকাপ। জাতীয় দল কোনও ম্যাচ, টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। এমনকী ভারতীয় ক্লাবগুলিও ফিফা এবং এএফসির প্রতিযোগিতায় খেলতে পারবে না। গোকুলম কেরালা এফসি মহিলা দল এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে যোগ্য়তা অর্জন করেছিল । উজবেকিস্তানে পৌঁছলেও নির্বাসনের কারণে না খেলেই ফিরতে হয়েছে গোকুলমকে । সামনে এএফসি কাপে এটিকে মোহনবাগানেরও ম্যাচ রয়েছে । ফিফার নির্বাসন না উঠলে এটিকে মোহনবাগানও খেলা থেকে বঞ্চিত হবে। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথম ফিফার নির্বাসনে সর্বভারতীয় ফুটবল সংস্থা ।


তবে সব কিছু ঠিকঠাক চললে বেশিদিন নির্বাসিত থাকতে হবে না ভারতীয় ফুটবলকে। হয়তো শীঘ্রই কাটতে চলেছে জট।


আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে মহারণের আগে পাকিস্তানের চিন্তা বাড়াচ্ছে তরুণ ফাস্ট বোলারের ফিটনেস