কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর তৃণমূলকে লাগাতার নিশানা করে চলেছে বিজেপি। তৃণমূলের আরও 'হেভিওয়েটের' গ্রেফতারির সম্ভাবনার কথাও বলছেন বিজেপি নেতৃত্ব। পাল্টা জবাব দিতে ছাড়ছে না তৃণমূলও (TMC)। এই আবহেই এবার আক্রমণের মাত্রা চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পৈলানে দলীয় সভা থেকে প্রকাশ্যে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। "সব হিসেব হবে, সুদে-আসলে হিসেব হবে", বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


দিলীপের-আক্রমণ-


দিলীপ বলেন, "কেউ বলছেন, আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবেন। সব হিসেব হবে, সুদে-আসলে হিসেব হবে। পাবলিকের মার একটাও বাইরে পড়বে না। লোকে সবে হাত পাকানো শুরু করেছে, মার পড়লে পালানোর জায়গা পাবে না। মার পড়লে হাসপাতালে ভর্তির জায়গা পাবে না। কোনও পুলিশ বাঁচাতে আসবে না। সিবিআই ঠিক করেছে ১ কুইন্টালের নীচে কাউকে তুলবে না। পুকুর ছেঁচা শুরু হলে, পুঁটি, শোল কেউ বাদ পড়বে না।"


এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সিবিআই-ইডির অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, "ভারতবর্ষ জুড়ে শুদ্ধিযজ্ঞ শুরু হয়েছে। এই যজ্ঞে অনেকের আহুতি হয়ে যাবে।"


আরও পড়ুন ; ‘CBI একমাত্র ভরসা,উপায় কী আছে?’, ‘সেটিং’ মন্তব্য নিয়ে বিতর্কের পর সুর নরম দিলীপের


দিলীপকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "দিলীপ ঘোষ অনেক দিন ধরে মানসিক রোগে ভুগছেন। ওঁর নিজেকে মাঝেমধ্যে খুব শক্তিশালী মনে হয়। উনি গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন, এমন মারব সব স্ট্রেচারে করে হাসপাতালে যাবেন। পুলিশের লোকেদের বলেছিলেন, জেলে পুরে দেব, বউ-বাচ্চার মুখ দেখতে পারবে না। এসব কিছুই হয়নি। দিলীপ ঘোষের কথায় কিছুই হবে না। পার্টিতে উনি কোণঠাসা। ওঁকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। সিবিআইয়ের বিরুদ্ধে উল্টো-পাল্টা বলার জন্য ওঁকে দিল্লির নেতারা সতর্ক করেছেন। উনি যাতে সামনের বার মনোনয়ন না পান তার জন্য ওঁর পার্টি প্রস্তুতি নিচ্ছে বলে খবর আছে। উনি রাজনীতিকে কলুষিত করে দিচ্ছেন। এর মতো লোককে রাজনীতি থেকে পরিহার করা উচিত। যাঁরা আমাদের চোর চোর বলছেন, তাঁদের আমরা সমুচিত শিক্ষা দেব।" 


প্রসঙ্গত এর আগে কামারহাটিতে বিরোধীদের উদ্দেশে হুঙ্কার দিয়ে সৌগত রায় বলেছিলেন, "যাঁরা আমাদের বেশি নিন্দা করছে, এরপর আমি বলব তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন।" রাজনৈতিক মহলের ধারণা, আজ এই মন্তব্যেরই পাল্টা সুর চড়িয়েছেন দিলীপ।