দুবাই: এশিয়া কাপ (Asia Cup) শুরু হতে আর মাত্র একদিন বাকি। টুর্নামেন্টে ভারতের অভিযান শুরু হচ্ছে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Ind vs Pak) বিরুদ্ধে ম্যাচ দিয়ে।
করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড় দলের সঙ্গে যেতে পারেননি। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন ভি ভি এস লক্ষ্মণ। বুধবার দুবাইয়ে ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন লক্ষ্মণ। বৃহস্পতিবার থেকে তাঁর তত্ত্বাবধানে শুরু হয়ে গেল ভারতীয় দলের প্রস্তুতি।
এশিয়া কাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন সূর্যকুমার যাদব। যাঁকে বিশ্বক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলা হচ্ছে। প্র্যাক্টিসে সকলের মধ্যমণি ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও কে এল রাহুল। তিন তারকাই নেটে বাড়তি সময় ব্যাটিং অনুশীলন করলেন।
অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে। আইপিএল থেকে দুরন্ত ছন্দে। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স। এশিয়া কাপে এক্স ফ্যাক্টর হতে পারেন দীনেশ কার্তিক। কয়েক ওভারে ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ডিকে ছন্দে থাকলে যে কোনও পরিস্থিতিতে অ্যাডভ্যান্টেজ ভারত।
সকলের নজর থাকবে ঋষভ পন্থের দিকেও। যে কোনও বোলিং আক্রমণের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন। নবাগত আবেশ খান বল হাতে প্রয়োজনীয় সময় উইকেট তুলে দলকে দিতে পারেন স্বস্তি। লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে মনে করা হয় টি-টোয়েন্টি স্পেশালিস্ট। প্রতিপক্ষ ব্যাটিংয়ের কোমর ভাঙতে সেরা বাজি। কারা শেষ পর্যন্ত ভারতের তুরুপের তাস হয়ে উঠবেন, দেখার অপেক্ষায় দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।
আরও পড়ুন: এশিয়া কাপ শুরু হওয়ার আগেই সম্ভাব্য বিজেতার নাম জানিয়ে দিলেন শেন ওয়াটসন