কোচি: আইএসএল ফাইনালে খেলতে নামার আগে অ্যাটলেটিকো দে কলকাতা এবং কেরালা ব্লাস্টার্সের পক্ষে খারাপ খবর। শৃঙ্খলাভঙ্গের জন্য দু দলকেই জরিমানা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কলকাতার দলটিকে দিতে হবে ৭ লক্ষ টাকা জরিমানা। কেরালার জরিমানার পরিমাণ অবশ্য এক লক্ষ টাকা কম। দু দলকেই ১০ দিনের মধ্যে জরিমানার অর্থ দিতে হবে।
কলকাতার সঙ্গে মুম্বই সিটি এফসি-র সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই ঝামেলায় জড়ান দু দলের ফুটবলাররা। সেই ঘটনার জন্যই ফেডারেশনের শৃঙ্খলারক্ষা আইনের ৫৩এ ও ৫৩বি ধারায় জরিমানা করা হয়েছে। এছাড়া কলকাতার ফুটবলার বেলেনকোসেকে দু ম্যাচের জন্য নির্বাসিত করার পাশাপাশি ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে শৃঙ্খলারক্ষা কমিটি।
কেরালার জরিমানা হয়েছে গত ৪ ডিসেম্বর ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ম্যাচে একাধিক ফুটবলার এবং দর্শকরা ঝামেলা করায়। শৃঙ্খলারক্ষা আইনের ৫৩এ ধারায় দলের আইনবিরুদ্ধ আচরণের জন্য ২ লক্ষ টাকা এবং দর্শকরা স্টেডিয়াম ভাঙচুর করায় ৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে কেরালা ব্লাস্টার্সকে।
আইএসএল ফাইনালে ওঠা দুই দলেরই জরিমানা
Web Desk, ABP Ananda
Updated at:
18 Dec 2016 06:36 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -