নয়াদিল্লি: প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সিস চেকার বিরুদ্ধে অসাধারণ জয়কে কাশ্মীরে শহিদ হওয়া জওয়ানদের উৎসর্গ করলেন বিজেন্দ্র সিংহ। একইসঙ্গে আগামী বছরের লক্ষ্যও ঠিক করে নিয়েছেন এই ভারতীয় বক্সার। তিনি নতুন কোনও খেতাব জিততে চাইছেন। ইংল্যান্ডের লেস্টারে কমনওয়েলথ সুপার মিডলওয়েট খেতাব জয়ের জন্য লড়াইয়ে নামতে পারেন বিজেন্দ্র।
চেকাকে হারানোর পর বিজেন্দ্র বলেছেন, ‘এই লড়াইয়ে নামার আগে কাশ্মীরে তিন জওয়ানের শহিদ হওয়ার কথা জানতে পারি। আমার খুব খারাপ লেগেছিল। এ বছর যতজন জওয়ান শহিদ হয়েছেন, তাঁদের প্রত্যেককেই এই জয় উৎসর্গ করছি। কারণ, তাঁদের জন্যই আজ দেশ এই জায়গায় পৌঁছেছে। তাঁরা না থাকলে আমরা কিছুই না।’
পেশাদার বক্সিংয়ে এখনও পর্যন্ত অপরাজিত বিজেন্দ্র। টানা অষ্টম লড়াইয়ে জয় পেয়েছেন তিনি। আগামী বছরের পরিকল্পনা নিয়ে বিজেন্দ্র নিজে সরাসরি কিছু বলতে না চাইলেও, তাঁর প্রোমোটার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নীরব তোমর বলেছেন, ‘বিজেন্দ্র ইংল্যান্ডে ফের লড়াইয়ে নামতে পারে। এছাড়া চিন বা দুবাইয়েও লড়াইয়ের সম্ভাবনা আছে। লেস্টারে অনেক ভারতীয় আছেন। সেখানেই পরবর্তী লড়াইয়ে নামতে পারে বিজেন্দ্র। ও ডবলুবিও এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট খেতাব ধরে রেখেছে। তাই আগামী বছর নতুন খেতাবের লক্ষ্য রয়েছে। কমনওয়েলথ বা ইন্টার-কন্টিনেন্টাল খেতাব জয়ের জন্য লড়াইয়ে নামতে পারে ও।’
শনিবার লড়াইয়ে নামার আগে বিজেন্দ্রর উদ্দেশে হুঙ্কার ছেড়েছিলেন চেকা। তিনি বিজেন্দ্রর অলিম্পিক পদককে কোনও গুরুত্বই দিতে চাননি। এই ভারতীয় বক্সারকে ‘শিশু’ বলেও কটাক্ষ করেছিলেন। রিংয়ে তার মোক্ষম জবাব দিয়েছেন বিজেন্দ্র। তাঁর পাঞ্চের জবাব দিতে না পেরে কানে কামড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন চেকা। ফিরে এসেছিল হোলিফিল্ড-মাইক টাইসনের ঘটনার স্মৃতি। তবে সময়মতো নিজেকে সরিয়ে নেন বিজেন্দ্র। চেকাকে উপযুক্ত জবাব দিতে পেরে তিনি তৃপ্ত।
শহিদদের জয় উৎসর্গ, আগামী বছর নতুন খেতাব জয়ই লক্ষ্য বিজেন্দ্রর
Web Desk, ABP Ananda
Updated at:
18 Dec 2016 04:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -