ধবনের জায়গায় ওপেনে কে? রোহিত কথায় মিলল ইঙ্গিত
ওয়েস্ট ইন্ডিজে কুলদীপ ও শ্রীলঙ্কায় যজুবেন্দ্রকে এভাবেই সফল হতে দেখা গিয়েছে বলেও মন্তব্য করেছেন রোহিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকব্জির সাহায্য বল ঘোরান-এমন দুজন স্পিনার দলে রয়েছেন। তাঁরা হলেন যজুবেন্দ্র চাহল ও কুলদীপ সিংহ। রোহিত বলেছেন, এ ধরনের স্পিনার দলের পক্ষে সম্পদ। এ ধরনের স্পিনাররা গুরুত্বপূর্ণ মুহুর্তে উইকেট তুলতে সক্ষম।
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নিজের রেকর্ড নিয়ে সন্তুষ্ট রোহিত। রোহিত বলেছেন, তিনি যে কোনও দলের বিরুদ্ধেই ভালো পারফর্ম করতে চান। সেই হিসেবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নিজের পারফরম্যান্স নিয়ে খুশি রোহিত।
রোহিত বলেছেন, কোনও খেলোয়াড়কে দলের প্রয়োজন অনুসারে খেলতে হয়। দল একটা সময় চাইত যে তিনি ওপেন করুন। সেই থেকেই তিনি ওপেনার হিসেবে খেলছেন।
রোহিত বলেছেন, ওপেনে রাহানে ধবনের বিকল্প হতে পারেন। এছাড়াও আরও অনেক ব্যাটসম্যানই রয়েছেন যাঁরা যে কোনও জায়গায় খেলতে পারেন। এই বিষয়টা দলের পক্ষে দারুন স্বস্তির ব্যাপার। ব্যাটিং লাইনআপ দলের প্রয়োজন অনুসারে তৈরি হয়।
শ্রীলঙ্কায় মিডল অর্ডারে খেলেছিলেন কে এল রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুলের ভূমিকা কী হবে তা জানতে চাওয়া হলে রোহিত বলেছেন, এ ব্যাপারে কোনও অস্পষ্টতাই নেই। কোচ ও অধিনায়ক প্রত্যেক খেলোয়াড়ের ভূমিকার কথা স্পষ্টভাবে জানিয়েছেন। শ্রীলঙ্কা সফরে কোহলি জানিয়েছিলেন যে, রাহুলকে চার নম্বরে দেখছেন তিনি।
রোহিত আরও বলেছেন, এক প্রান্তের ব্যাটসম্যান যদি খেলতে অসুবিধার মধ্যে পড়ে তবে স্বাভাবিকভাবেই অন্য প্রান্তের ব্যাটসম্যান প্রধান ভূমিকায় অবতীর্ণ হবেন। এ ধরনেই রণকৌশলেই তাঁরা খেলেন।
ওপেনিং জুটি বদলালে কি তাঁর ব্যাটিংয়ের কৌশলও বদলে যাবে, এই প্রশ্নের উত্তরে রোহিত বলেছেন, এ ক্ষেত্রে সঙ্গী কে, তা কোনও ব্যাপার নয়। পরিস্থিতি ও পিচ অনুযায়ী ওই কৌশল নির্ভর করে। এক্ষেত্রে উদ্দেশ্য একটাই এবং তা হল দলের ইনিংসের শুরুটা ভালো করা।
রোহিত বলেছেন, রাহানে ওই ব্যাটসম্যানদের একজন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুন খেলেছিলেন রাহানে। ম্যান অফ দ্য সিরিজও হয়েছিলেন। যে কোনও সময়েই ওপেনার হিসেবে নামতে তৈরি তিনি। দলে এমন খেলোয়াড় রয়েছেন যাঁরা এই ভূমিকা ভালোভাবে পালন করতে পারেন।
রোহিত বলেছেন, দলের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। ধবনের অভাব নিশ্চিতভাবেই অনুভূত হবে। ধবন বর্তমানে চমত্কার ফর্মে রয়েছেন। সম্প্রতি দলের সাফল্যে ব্যাট হাতে দারুন অবদান রয়েছে তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে শ্রীলঙ্কা সফর- ধবন অসাধারণ ব্যাটিং করেছেন। কিন্তু ধবনের জায়গা নেওয়ার জন্য দলে বেশ কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন।
স্ত্রীর অসুস্থতার জন্য ধবনকে প্রথম তিনটি ম্যাচের জন্য অব্যাহতি দিয়েছে বিসিসিআই।আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচে দলের নিয়মিত ওপেনার শিখর ধবন নেই। তাঁর অনুপস্থিতিতে ওপেন করতে নামতে পারেন আজিঙ্কা রাহানে। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -