নয়াদিল্লি: ভারতের হয়ে শেষবার একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮-র ফেব্রুয়ারি। তারপর থেকে আর সীমিত ওভারের দলে ডাক পাননি আজিঙ্কা রাহানে। কিন্তু আন্তর্জাতিক সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে ফিরে আসার লক্ষ্যে অবিচল এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
রাহানে বলেছেন, ভারতীয় দল থেকে বাদ পড়ার আগে একদিনের ক্রিকেটে তাঁর রেকর্ড বেশ ভালো ছিল। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ৩২ বছরের রাহানে। তিনি পাঁচ দিনের ক্রিকেটে ভারতীয় দলের সহ অধিনায়ক। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে দলে তাঁর জায়গা কখনও পাকা হয়নি। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতায় রাহানে বলেছেন, ২০১৯-র বিশ্বকাপে দলে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলবেন বলে আশা করেছিলেন তিনি।
উল্লেখ্য, ইংংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গাটা মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় দলের। টুর্নামেন্টেই বেশ কয়েকজনকে ওই পজিশনে খেলানো হয়। কিন্তু কেউই ভরসা দিতেপারেননি। রাহানে বলেছেন, আমি ভেবেছিলাম যে, বিশ্বকাপে চার নম্বরে খেলব। কিন্তু সেটা এখন অতীত। এ ব্যাপারে আর ভেবে কোনও লাভ নেই। তবে একদিনের দলে ফিরে আসাই আমার লক্ষ্য। সাদা বলের ক্রিকেটে নিজেকে মেলে ধরার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।
বিশ্বকাপ যখন চলছিল, তখন আমি কাউন্টি ক্রিকেট খেলছিলাম। খেলোয়াড় হিসেবে সবাই বিশ্বকাপের দলে থাকতে চাইবে, বিশেষ করে, যদি কেউ পরিশ্রম করে এবং তার অতীত রেকর্ড ভালো হয়।
রাহানে বলেছেন, যা কিছু নিজের হাতে নেই, তা নিয়ে ভাবতে নারাজ তিনি। আপাতত তিনি আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো পারফর্ম করতে চান। বর্তমানে দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতে রয়েছেন তিনি।
রাহানে বলেছেন, সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে আমি আশাবাদী। একদিনের দল থেকে বাদ পড়ার আগে আমার রেকর্ড বেশ ভালো ছিল। লোকে স্ট্রাইক রেট ও গড়ের কথা বলে। কিন্তু বাদ পড়ার আগে আমার রেকর্ড ভালো ছিল।
২০১৮-র ১৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন রাহানে। ওই সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা ও শিখর ধবনের পর চতুর্থ সর্বাধিক রান এসেছিল তাঁর ব্যাট থেকে। শেষ ১০ ইনিংসে তাঁর রান যথাক্রমে ৮,৮,১১,৭৯,৬১,৫৩,৭০,৫৫, ৫।
রাহানে বলেছেন, আমি খুবই ইতিবাচক। নিজের ওপর আস্থা রয়েছে। এখন প্রচুর পরিশ্রম করছি। সাদা বলের ক্রিকেটে প্রত্যাবর্তনের ব্যাপারে আমি নিশ্চিত।