কেরিয়ারের শেষ ইনিংসে সেঞ্চুরি, একাধিক রেকর্ড অ্যালেস্টার কুকের
পঞ্চম ক্রিকেটার হিসেবে কেরিয়ারের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্বের অধিকারি হলেন তিনি। তাঁর আগে রেজি ডাফ (১৯০২-১৯০৫), বিল পন্সফোর্ড (১৯২৪-১৯৩৪), গ্রেগ চ্যাপেল (১৯৭০-১৯৮৪) এবং মহম্মদ আজহারউদ্দিন (১৯৮৪-২০০০) এই রেকর্ড করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিষেকের ১২ বছর পর ভারতের বিরুদ্ধেই কেরিয়ারের শেষ টেস্ট কুকের। প্রথম ইনিংসে ৭১ রান এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি।
ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক। বিদায়ী টেস্টের অন্তিম ইনিংসে শতরান করে বেশ কিছু রেকর্ডের তালিকায় নিজের নাম তুললেন ইংরেজ ওপেনার।
শেষ ইনিংসে শতরান করে আন্তর্জাতিক টেস্টে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন তিনি। অন্যদিকে, বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে টেস্টে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান হলেন তিনি। এক্ষেত্রে শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান কুমার সঙ্গাকারার ১২,৪০০ রান পিছনে ফেললেন তিনি।
টেস্টে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তালিকায় কুকেক আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৫,৯২১), রিকি পন্টিং (১৩,৩৭৮), জ্যাক কালিস (১৩,২৮৯) এবং রাহুল দ্রাবিড় (১৩,২৮৮)।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শেষ টেস্টে দুটি ইনিংসেই পঞ্চাশ বা তার বেশি রান করলেন তিনি। তাঁর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ব্রুস মিশেলের বিরুদ্ধে। উল্লেখযোগ্য ব্যাপার হল, দুই ক্রিকেটার একই দলের বিরুদ্ধে প্রথম ও শেষ টেস্ট খেলেছেন। ১৯২৯-এ অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৮ রান ও দ্বিতীয় ইনিংস ৬১ রান করেছিলেন ব্রুস। ২০ বছর বাদে যখন শেষ টেস্ট খেলেন, তখন ইংল্যান্ডের বিরুদ্ধেই প্রথম ইনিংসে ৯৯ এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করেছিলেন তিনি।
কুকের ২০০৬-এ নাগপুরে ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল। প্রথম ইনিংসে ৬০ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করেছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -