লন্ডন: অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (All England Open Badminton Championships) দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)। আজ জাপানের (Japan) সাকায়া তাকাহাশির (Sayaka Takahashi) কাছে হেরে গেলেন হায়দরাবাদের শাটলার। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ১৯-২১, ২১-১৬, ১৭-২১। এই নিয়ে সিন্ধুর বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে জয় পেলেন তাকাহাশি। সবমিলিয়ে সিন্ধুর সঙ্গে লড়াইয়ে তিনি ৫-৪ এগিয়ে।  


এবারের অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ বাছাই ছিলেন সিন্ধু। তিনি দু’বার অলিম্পিক্সে পদকজয়ী। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও পদক রয়েছে হায়দরাবাদের শাটলারের। কিন্তু তিনি এখন বিশ্বের ১৩ নম্বর তাকাহাশির কাছে টানা তিনটি ম্যাচে হেরে গেলেন। আজ এক ঘণ্টা ৬ মিনিটের লড়াইয়ের পর হার মানেন সিন্ধু। তিনি জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু শেষপর্যন্ত জাপানি শাটলারই জয় পান।


আজ প্রথম গেমে দুর্দান্ত লড়াই করেন সিন্ধু। তিনি তা সত্ত্বেও তিনি অল্পের জন্য হেরে যান। তাতে দমে না গিয়ে দ্বিতীয় গেম জিতে নিয়ে ম্যাচে সমতা ফেরান তিনি। কিন্তু নির্ণায়ক তৃতীয় গেমে জয় ছিনিয়ে নেন তাকাহাশি। ম্যাচের বয়স এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর দুই খেলোয়াড়ই কিছুটা ক্লান্ত হয়ে পড়েন। তারই মধ্যে বাজিমাত করেন জাপানি শাটলার।


সিন্ধুকে হারানোর পর এবার এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় ইয়ামাগুচি আকানের মুখোমুখি হবেন তাকাহাশি। এবারের অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাছাই ইয়ামাগুচি। তিনি অন্যতম ফেভারিট। ফলে তাঁর বিরুদ্ধে তাকাহাশির লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।


সিন্ধু হেরে গেলেও, পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের লক্ষ্য সেন। তিনি শেষ ষোলোর লড়াইয়ে হারিয়ে দিয়েছেন ডেনমার্কের অ্যান্ডার্স অ্যান্টনসেনকে। লক্ষ্যর পক্ষে ম্যাচের ফল ২১-১৬, ২১-১৮। ৫৫ মিনিটের মধ্যেই জয় তুলে নেন লক্ষ্য। 


পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি। তাঁরা হারিয়ে দিয়েছেন জার্মানির মার্ক ল্যামসফাস-মারভিন সিডেল জুটিকে। ভারতীয় জুটির পক্ষে ম্যাচের ফল ২১-৭, ২১-৭।