নয়াদিল্লি: অল ইংল্যান্ড ওপেনে (All England Open 2023) প্রথম রাউন্ডেই হার পিভি সিন্ধুর (PV Sindhu)। চিনের ঝাঙ ইং মানের বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে গেলেন হায়দরাবাদি শাটলার। ম্যাচের ফল চিনা শাটলারের পক্ষে ২১-১৭, ২১-১১। প্রথম গেমে কিছুটা লড়াই দিলেও দ্বিতীয় গেমে একেবারেই লড়াই দিতে পারেননি সিন্ধু। গত কয়েকটি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ সিন্ধু।


এই মুহূর্তে বিশ্বের ৯ নম্বর শাটলার সিন্ধু। ৩৯ মিনিটের লড়াই শেষে এদিন হার মানতে হয় ২ বারের অলিম্পিক্স মেডেল জয়ী ভারতীয় শাটলারকে। ক্রমতালিকার বিচারে সিন্ধুর থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন চিনের প্রতিদ্বন্দ্বী। ক্রমতালিকায় ১৭ নম্বরে রয়েছেন ঝাঙ ইং। 


দিল্লি ক্যাপিটালসের বাংলার প্রাক্তন ক্রিকেটার


আইপিএল শুরু হতে আর মাত্র ২ সপ্তাহ বাকি। তার আগে বাংলা ক্রিকেটের জন্য সুখবর। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে যোগ দিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়। সাপোর্ট স্টাফ হিসাবে।




দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দলের সঙ্গে যুক্ত রয়েছেন সৌরভের অভিন্নহৃদয় বন্ধু সঞ্জয় দাস (Sanjay Das)। এবার যুক্ত হলেন সৌরভের আর এক ঘনিষ্ঠ বন্ধু জয়দীপ (Joydeep Mukherjee)।



আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ম্যানেজার হিসেবে যুক্ত হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার‌ জয়দীপ মুখোপাধ্যায়। ‌তবে আইপিএলের সংসারে নতুন নয়। এর আগে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বেশ কয়েক বছর যুক্ত ছিলেন। কেকেআরের ফিল্ডিং কোচও ছিলেন। তবে এই প্রথমবার কেকেআর ছাড়া অন্য কোনও দলের সঙ্গে আইপিএলের কাজ করবেন জয়দীপ।


আইপিএলের আগে কলকাতায় তৃতীয় প্রস্তুতি শিবির করছে দিল্লি ক্যাপিটালস। সৌরভের উদ্যোগেই কলকাতায় প্রস্তুতি সারছেন পৃথ্বী শ, সরফরাজ খান, মুকেশ কুমাররা। মঙ্গল ও বুধবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে হচ্ছে শিবির। সেখানেই জয়দীপকে দেখা গিয়েছে দিল্লির ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে। দিল্লি দলের ক্রিকেট ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি অনুশীলনে ক্রিকেটারদের সাহায্য করবেন জয়দীপ। নেটে অনুশীলনের সময় ক্রিকেটারদের থ্রো ডাউন দেওয়া থেকে শুরু করে কার কোথায় কী ভুল হচ্ছে, সেগুলো সংশোধনের কাজও করবেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। ‌





ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জয়দীপ আইপিএলে কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বাংলা ক্রিকেট দলের অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করেছেন। রঞ্জি ট্রফিতে ধারাভাষ্যকার হিসাবেও কাজ করেছেন জয়দীপ। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তিনি।