মোহালি: আগামী রবিবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে ভারতের মাথাব্যাথার কারণ ব্যাটিংয়ের টপ অর্ডারের ব্যর্থতা। এরইমধ্যে আগামী বিশ্বকাপের স্কোয়াডে তাঁর অন্তর্ভূক্তির সম্ভাবনা জোরাল করার সুযোগ তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তের সামনে।
বিশ্বকাপ দলের সম্ভাব্য সব খেলোয়াড়দের সুযোগ দেওয়ার বিষয়টি মাথায় রয়েছে অধিনায়ক বিরাট কোহলির। সেজন্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের বাকি দুটি ম্যাচে প্রথম একাদশে কিছু পরিবর্তন করতে পারে টিম ম্যানেজমেন্ট।
মহেন্দ্র সিংহ ধোনি তাঁ ঘরের মাঠ রাঁচিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। এখন লন্ডনগামী উড়ানের টিকিট নিশ্চিত করার একটা সুযোগ পেতে চলেছেন ঋষভ।
এর আগে একদিনের ম্যাচে ঋষভ ব্যাটসম্যান হিসেবে ভারতের হয়ে খেলেছিলেন ঋষভ। এবার আগামী দুটি ম্যাচে ধোনিকে বিশ্রাম দেওয়ায় পন্ত উইকেটরক্ষক হিসেবেই মাঠে নামবেন।
প্রথম একাদশে দেখা যাবে পেসার ভুবনেশ্বর কুমারকে। গতকাল তৃতীয় ম্যাচে নিজের ফলো থ্রুতে পায়ে আঘাত পেয়েছিলেন মহম্মদ সামি। এরপরও সামি তাঁর স্পেল সম্পূর্ণ করেন। কিন্তু ইংল্যান্ডে জসপ্রিত বুমরাহর সঙ্গে তাঁকে নতুন বল হাতে দেখা যাবে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে যে বিশ্রাম দেওয়া হবে, তা খুবই স্বাভাবিক।
গতকাল ম্যাচের পর আগামী দুটি ম্যাচে দলের প্রথম একাদশে কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে, টপ অর্ডারের ব্যাটিং ফর্ম। একমাত্র কোহলি দুরন্ত ছন্দে রয়েছেন। গত তিনটি ম্যাচে দুটি শতরান সহ ২৮৩ রান করেছেন। এরপর সবচেয়ে বেশি রান কেদার যাদবের- ১১৮।
রোহিত শর্মার ব্যাট নিষ্প্রভ। তিন ইনিংসে সাকুল্যে ৫১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। চার নম্বরে অম্বাতি রায়ডুর ফর্ম খুবই খারাপ। তিন ম্যাচে তাঁর মোট রান ৩৩।
ফর্মে ফিরতে লড়াই করতে হচ্ছে শিখর ধবনকেও। তিন ম্যাচে তিনি করেছেন মাত্র ২২ রান।
বিশ্বকাপ স্কোয়াডে ধবন ও রায়ডুকে বিশ্বকাপ স্কোয়াডে কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। কাজেই তাঁদের দুজনের ফর্ম নিঃসন্দেহে উদ্বেগে রাখবে টিম ম্যানেজমেন্টকে।
কোহলি দলে খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নন।তবে রবিবারের ম্যাচে কে এল রাহুলকে দেখে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে ধবন বা রায়ডু- কার জায়গায় তাঁকে খেলানো হতে পারে, তা স্পষ্ট নয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ম্যাচে নজর থাকবে ঋষভের দিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2019 03:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -