রিও ডি জেনেইরো: চার বছর আগে লন্ডনে ব্রোঞ্জ পেয়েছিলেন সাইনা নেহওয়াল। এবারও কি তিনি সেই পারফরম্যান্স দেখাতে পারবেন? গোটা দেশ তাঁর দিকে তাকিয়ে। পদকের খরার মধ্যে তাঁর উপর প্রত্যাশার চাপ বাড়ছে। পিভি সিন্ধু, জ্বালা গুট্টাদের কাছ থেকেও পদকের আশা করছে ভারত।

 

বেজিং অলিম্পিকে প্রথমবার যোগ দিয়ে কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল সাইনার দৌড়। লন্ডনে তিনি পদক পান। এবার পারফরম্যান্স উন্নত করাই এই হায়দরাবাদি শাটলারের লক্ষ্য। গত বছরের শেষদিকে গোড়ালিতে চোট পান সাইনা। সেই চোট বেশ কিছুদিন ভুগিয়েছিল তাঁকে। তবে চোট সারিয়ে অলিম্পিকের জন্য পুরোপুরি তৈরি ভারতের এই তারকা। তাঁর আশা, অলিম্পিক চলাকালীন পিক ফর্মে পৌঁছে যাবেন।

 

বৃহস্পতিবার থেকে রিওতে পদকের লক্ষ্যে লড়াই শুরু হচ্ছে। তার আগে সাইনা বলেছেন, ‘আমি সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে খেলি। অলিম্পিকেও সেভাবেই খেলতে চাই। আমি এখন শুধু খেলা নিয়েই ভাবছি। আমি বিশ্বাস করি, ১০০ শতাংশ ফিট থাকলে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিতে পারি। আমি এখন ফিট। তবে এই সপ্তাহে ফিটনেসের চূড়ান্ত জায়গায় থাকা জরুরি। আমি লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করছি।’

 

সাইনারই শহরের অপর এক তারকা সিন্ধু এবারই প্রথম অলিম্পিকে নামছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবার ব্রোঞ্জ পাওয়া সিন্ধু ক্রমতালিকায় নিজের চেয়ে এগিয়ে থাকা খেলোয়াড়দের হারানোর ধারা বজায় রাখতে চান।  ডাবলসে জ্বালা ও অশ্বিনী পোনাপ্পা জুটির উপরেও ভারতের আশা রয়েছে। লন্ডন অলিম্পিকে পদক পায়নি এই জুটি। রিও থেকে খালি হাতে ফিরতে চান না জ্বালারা।