রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে যোগ দেওয়া ভারতীয় অ্যাথলিটদের সব সমস্যা সমাধানের আশ্বাস দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল।
রিও-তে যাওয়ার পর থেকেই ভারতীয় অ্যাথলিটরা একের পর এক সমস্যার মোকাবিলা করছেন। প্রথমে গেমস ভিলেজে আসবাবপত্র, টেলিভিশন নিয়ে সমস্যায় পড়ার পরে জার্সি এবং পোশাকের সমস্যা হচ্ছে হকি দলের। উপযুক্ত পোশাকের অভাবে উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে না পুরুষ হকি দল।
ক্রীড়ামন্ত্রী বলেছেন, ভারতীয় হকি দলের জন্য নতুন জার্সি পাঠানো হচ্ছে। হকি ইন্ডিয়ার মাধ্যমে এই সমস্যা মেটানোর চেষ্টা চলছে। আসবাব এবং টিভির সমস্যা মিটিয়ে ফেলা হয়েছে। গেমস ভিলেজে সব অ্যাথলিটের সুযোগ-সুবিধার বিষয়টি অলিম্পিক আয়োজক কমিটির দেখার কথা। কিন্তু ভারতীয় অ্যাথলিটদের সমস্যার কথা জানতে পেরেই সরকার ব্যবস্থা নিয়েছে। ভারতীয় অ্যাথলিটদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার খরচ বাবদ ব্রাজিলের ভারতীয় দূতাবাসকে এক কোটি টাকা দেওয়া হয়েছে।
ক্রীড়ামন্ত্রীর আশা, এই সামান্য সমস্যার ফলে ভারতীয় অ্যাথলিটরা মনোবল হারাবেন না। তাঁদের প্রস্তুতির জন্য ৪৫ কোটি টাকা দেওয়া হয়েছে। খেলোয়াড়দের সবরকম সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। সেরা ভারতীয় ও বিদেশি কোচ, বিদেশে অনুশীলন, যাবতীয় সরঞ্জামের বন্দোবস্ত করা হয়েছে। কোনও খেলোয়াড়ের বিশেষ কোচের প্রয়োজন হলে তারও ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম গেমস ভিলেজে ভারতীয় খাবার পরিবেশন করা হচ্ছে। ভারতীয় দূতাবাস অ্যাথলিটদের সবরকম সাহায্য করছে। আশা করা যায় এর ফলে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সে উন্নতি হবে।
গেমস ভিলেজে লিয়েন্ডার পেজের ঘর না পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর সঙ্গে ডাবলস পার্টনার রোহন বোপান্নার তিক্ত সম্পর্ক নিয়েও সমস্যা হতে পারে। তবে ক্রীড়ামন্ত্রী তা মানতে নারাজ। তাঁর দাবি, কোর্টে লিয়েন্ডার ও রোহনের সম্পর্ক ভাল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রিও-তে ভারতীয় অ্যাথলিটদের সব সমস্যা সমাধানের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2016 03:10 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -