রিও ডি জেনেইরো: শনিবার গ্রুপ বি-তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ। তার আগে যাতে নিজেদের তরতাজা রাখতে উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে না ভারতীয় পুরুষ হকি দল। তবে মহিলা হকি দল এই অনুষ্ঠানে হাজির থাকছে।
হকি ইন্ডিয়া সভাপতি নরিন্দর বাত্রা বলেছেন, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দীর্ঘক্ষণ ধরে চলবে। ফলে খেলোয়াড়রা ক্লান্ত হয়ে যেতে পারেন। তারপর শনিবারই ম্যাচ আছে। সেই কারণেই পুরুষ হকি দলের সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না।
যদিও দলের অন্দরের খবর, সঠিক পোশাকের অভাবেই উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না শ্রীজেশরা। তাঁরা প্রত্যেকেই পোশাক পেয়েছেন। কিন্তু সেই পোশাক অনেকেরই গায়ের মাপের নয়। ভারতীয় পুরুষ হকি দল অনেক দেরিতে রিও পৌঁছেছে। দেশ ছাড়ার ঠিক আগে তাঁদের হাতে এই পোশাক তুলে দেওয়া হয়েছিল। ফলে পোশাক গায়ে হয়েছে কি না, তা দেখে নেওয়ার সময় পাননি তাঁরা। সেই কারণেই সমস্যা হয়েছে।
ভারতীয় হকি দল অলিম্পিকে শেষবার পদক জিতেছিল ১৯৮০ সালে মস্কোয়। তারপর থেকে পদক অধরাই থেকে গিয়েছে। এবার পদক আনার জন্য মরিয়া অধিনায়ক শ্রীজেশ। শনিবার থেকে শুরু হচ্ছে পদকের লক্ষ্যে অভিযান।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না ভারতের পুরুষ হকি দল
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2016 12:42 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -