মোহালি: শন মার্শের ৫০ বলে ৮৪ রানের অসাধারণ ইনিংসও কিংস ইলেভেন পঞ্জাবকে জেতাতে পারল না। ২৬ রানে ম্যাচ জিতে লিগ টেবলে তিন নম্বরে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০৭ রান করে হায়দরাবাদ। অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৫১), শিখর ধবন (৭৭) ও কেন উইলিয়ামসন (অপরাজিত ৫৪) অসাধারণ ব্যাটিং করেন। জোড়া উইকেট নেন পঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

বিশাল স্কোর তাড়া করতে নেমে মার্শ ছাড়া পঞ্জাবের আর কোনও ব্যাটসম্যানই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। উল্টোদিকে, হায়দরাবাদের বোলাররা ভাল পারফরম্যান্স দেখান। অভিজ্ঞ আশিস নেহরা ৩ উইকেট নেন। সিদ্ধার্থ কউলও তিন উইকেট দখল করেন। দুটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার।