নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বাড়ি থেকে বেরোতে না পেরে, আয়ের কোনও উপায় না থাকায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। তেমনই একজন বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে এলেন এক শিখ যুবক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন হরভজন সিংহ। তিনি লিখেছেন, ‘এটা দেখে দারুণ লাগছে। আমরা যেভাবে পারি সবাইকে সাহায্য করতে হবে। আমরা একসঙ্গে করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জয় পেতে পারি।’
এর আগে লকডাউনের সিদ্ধান্তকে সমর্থন করেন এই স্পিনার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল রাত ৯টায় ৯ মিনিটের জন্য বাড়ির সব আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ ও মোবাইলের আলো জ্বালানোর যে আহ্বান জানিয়েছেন, সেটিকেও সমর্থন জানিয়েছেন হরভজন। তিনি সবাইকে বাড়িতে থাকার আর্জি জানিয়েছেন।