নয়াদিল্লি: রাজনীতিতে যোগ দিচ্ছেন অম্বাতি রায়ডু (Ambati Rayudu)?
গত মাসে সমাপ্ত আইপিএলে (IPL) তিনি ছিলেন চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) দলের সদস্য। তবে ট্রফি জয়ের পরই রায়ডু জানিয়ে দেন যে, তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন।
কিন্তু ক্রিকেট ছাড়ার পর কি রাজনীতির ময়দানে দেখা যাবে রায়ডুকে? জল্পনা বাড়িয়ে দিয়েছেন তারকা ক্রিকেটার স্বয়ং। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সঙ্গে দেখা করেছেন রায়ডু। শোনা যাচ্ছে, তিনি নির্বাচনেও লড়বেন। তবে সেটা বিধানসভা নির্বাচনে নাকি লোকসভায়, সে ছবি এখনও স্পষ্ট নয়।
ওয়াকিবহাল মহলের খবর, পোন্নুর বা গুন্টুর, কোন কেন্দ্র থেকে রায়ডু লড়বেন, তা নিয়ে জল্পনা চলছে। সূত্রের খবর, একবার নয়, দু-দুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন রায়ডু। আইপিএলের পর ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা বললেও, পরে রায়ডু জানান যে, আমেরিকায় টি-টোয়েন্টি লিগে খেলবেন তিনি। তাহলে রাজনীতিতে কবে দেখা যাবে তাঁকে?
আইপিএল ফাইনাল খেলে অবসরের কথা ঘোষণা করেছিলেন চেন্নাই সুপার কিংস ব্যাটার অম্বাতি রায়ডু। দিনকয়েক আগে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন তিনি। খেলবেন মার্কিন মুলুকের টি-টোয়েন্টি লিগে। এ বার রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন রায়ডু। হয়তো আগামী বছর শুরু হতে পারে তাঁর রাজনৈতিক কেরিয়ার।
আইপিএলের পর দু’বার রায়ডু দেখা করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সঙ্গে। সূত্রের খবর, ৩৭ বছরের ক্রিকেটারের রাজনীতির প্রতি আগ্রহ দেখে তাঁকে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন জগন্মোহন। রায়ডু রাজি হয়েছেন বলেই খবর। জগন্মোহন ওয়াইএসআর কংগ্রেস পার্টিরও প্রধান। বিধানসভা বা লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রায়ডুকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে পোন্নুর অথবা গুন্টুর পশ্চিম কেন্দ্র থেকে। লোকসভা নির্বাচনে দাঁড়ালে তিনি মছলিপত্তনম কেন্দ্র থেকে ওয়াইএসআর কংগ্রেস প্রার্থী হতে পারেন।