মুম্বই: ভিন দেশের টি-টোয়েন্টি লিগে (T20 Cricket) খেলার জন্য কি অসময়ে অবসর ঘোষণা করে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারেরা (Indian Cricketers)?


হয়তো এরকমই আশঙ্কা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিদেশি টি-টোয়েন্টি লিগে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে ভারতীয় বোর্ড।


শুক্রবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলেই বিশ্বস্ত সূত্রের খবর। ক্রিকেটারেরা বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য তাড়াহুড়ো করে অবসর নিয়ে ফেলছেন বলে আলোচনা হয় বৈঠকে। সেটা বন্ধ করতে চাইছে বোর্ড।


বোর্ড সচিব জয় শাহ সাংবাদিকদের বলেছেন, 'আমরা প্লেয়ারদের সময়ের আগে অবসরের প্রবণতা বন্ধ করার জন্য একটি নিয়ম তৈরি করব।'


এখনকার নিয়ম অনুযায়ী, ভারতীয়রা ক্রিকেটারেরা আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর ঘোষণা করলে বিদেশে টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন। ইরফান ও ইউসুফ পাঠান, পার্থিব পটেল, এস শ্রীসন্থ, স্টুয়ার্ট বিনিরা জিম অ্যাফ্রো টি-টেন লিগ খেলবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে অংশ নেওয়ার কথা ছিল অম্বাতি রায়ডুরও। রবিন উত্থাপ্পা এবং ইউসুফ পাঠান বছরের শুরুতে আইএল টি-টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন। কিন্তু দ্রুত অবসর নেওয়া খেলোয়াড়দের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাঁরা আইপিএলেও অংশ নেন না। বরং বিদেশী টি-টোয়েন্টি লিগে খেলতে আগ্রহী তাঁরা। যেটা বোর্ড কর্তাদের চিন্তা বাড়াচ্ছে।


ভারতীয় ক্রিকেটারেরা খেললে বিদেশি লিগে স্পনসরদের মনোযোগ বাড়ে। সেটাই এড়াতে চাইছে বোর্ড। যদিও ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সরাসরি তা বলা হয়নি। তবে ক্রিকেটারেরা এই নিয়মে খুব একটা খুশি বলে খবর নেই। বরং রুষ্ট। নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে একজন ক্রিকেটার বলেছেন, 'অবসরপ্রাপ্ত খেলোয়াড়রা বোর্ডের চুক্তিবদ্ধ নয়। তাদের জোর করে আটকে রাখাটা সহজ নয়। এ বিষয়ে আইনি মতামত চাওয়া হবে।'


ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়েছে যে, অবসরের এক বছরের মধ্যে কোনও প্লেয়ার বিদেশি লিগে অংশ নিতে পারবেন না। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে অংশ নিতে পারবেন না অম্বাতি রায়ডু। যদিও ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করে সরে দাঁড়িয়েছেন রায়ডু। ১৪ জুলাই থেকে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণ শুরু হচ্ছে। এই লিগের প্রথম ম্যাচে টেক্সাস সুপার কিংস এবং লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স মুখোমুখি। লিগ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে টেক্সাস সুপার কিংস। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই লিগ থেকে সরে দাঁড়িয়েছেন রায়ডু। মনে করা হচ্ছে, বোর্ডের নতুন নিয়মের কারণে রায়ডু এই সিদ্ধান্ত নিয়েছেন।


আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial