মুম্বই: এবারের আইপিএল শুরু হওয়ার আগেই রাইজিং পুনে সুপারজায়েন্টসের অধিনায়ক পদ থেকে ধোনিকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। টুর্নামেন্টের শুরুর দিকে আদৌ ছন্দে দেখা যায়নি ধোনিকে। ট্যুইট মারফত্ পুনে টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা ধোনিকে কটাক্ষ করেছিলেন। তিনি ট্যুইট করেছিলেন, ‘স্টিভেন স্মিথ নিজেকে রাজা বলে প্রমাণ করেছেন।ধোনিকে পুরোপুরি ছাপিয়ে গিয়েছেন। স্মিথকে অধিনায়ক করার সিদ্ধান্ত একেবারেই সঠিক’।
তাঁর এই ট্যুইট ঘিরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছিল। নিন্দার মুখে পড়েও ওই ট্যুইট ডিলিট করে দিয়েছিলেন হর্ষ।
গত শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেনা ছন্দে দেখা গিয়েছে মাহিকে। ৩৪ বলে ৬১ রানের ইনিংস খেলে পুনেকে জেতান ধোনি। এরপরই ধোনির ওই ইনিংসের প্রশংসা করে হর্ষকে বিঁধলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার অম্বাতি রায়াডু। রায়াডুর ট্যুইট, ‘ধোনির অসাধারণ ইনিংস। কেউ একজন একটা আয়না হর্ষকে উপহার দিতে পারেন’।





হর্ষও অবশ্য ইতিমধ্যেই তাঁর অবস্থান থেকে পিছু হঠে মাহির প্রশংসা করেছেন। তাঁর ট্যুইট, ‘মাস্টারফুল ইনিংস ধোনির। তাঁকে ফর্মে ফিরতে দেখে দারুন লাগছে। ওর থেকে ভালো ফিনিসার কেউ নন। রুদ্ধশ্বাস জয় এনে দিলেন পুনেকে’।