নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে গতকাল নিদাহাস ট্রফির ফাইনালে দীনেশ কার্তিকের অবিশ্বাস্য ইনিংসে ভর করে জয় নিয়ে উচ্ছ্বসিত ভারতীয় সমর্থকরা। রুদ্ধশ্বাস ম্যাচে ইনিংসের শেষ বলে ছয় মেরে দলের জয় নিশ্চিত করেন কার্তিক। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, এমনকি বিজেপি সভাপতি অমিত শাহও কার্তিককে অভিনন্দন না জানিয়ে পারেননি। এই তালিকায় রয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনও। অমিতাভ বরাবরই ক্রিকেটপ্রেমী। ভারতের গতকালের রুদ্ধশ্বাস জয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া মারফত। তাঁর ট্যুইট, ‘কী দুরন্ত ম্যাচটাই না হল। বাংলাদেশ আমাদের প্রায় কোণঠাসা করে ফেলেছিল। কার্তিক, অসাধারণ খেলেছে। দুর্ধর্ষ ব্যাটিং। শেষ দু’ওভারে ২৪ রান দরকার ছিল জিততে। শেষ বলে পাঁচ রান। আর ও সেই বলে কি না ছক্কা মেরে দিল। অসাধারণ, অভিনন্দন।’



আসলে ২৪ নয়, শেষ দুই ওভারে ভারতের দরকার ছিল ৩৪ রান।
কিছুক্ষণ পরেই অমিতাভ সেই ভুল বুঝতে পারেন। কার্তিকের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি লেখেন, 'আসলে ওটা ২ ওভারে ২৪ নয়, প্রয়োজন ছিল ৩৪ রানের। কার্তিকের কাছে ক্ষমাপ্রার্থী'।



এ দিকে, কার্তিক ইন্সটাগ্রাম মারফত তাঁর অনুভূতির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, 'সম্ভবত আমার জীবনের সেরা রাত। দেশের জন্য এভাবে জয় নিয়ে আসার তৃপ্তির মতো আর কিছু হতে পারে না'।