মুম্বই: তিনি আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমী। ভারতের ম্যাচ থাকলে মাঠেও দেখা যেত। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অবশ্য নিজে মজা করে বলেন, তিনি ম্যাচ দেখলেই ভারত হেরে যায়। তবে ভারতের ম্যাচের আগে-পরে তিনি নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।


বিগ বি এবার সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন। শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)। সেই টুর্নামেন্টে মুম্বই দলের মালিকানা কিনেছেন অমিতাভ। 


প্রসঙ্গত, আইএসপিএল হল টেনিস বলে ভারতের প্রথম টি-টেন টুর্নামেন্ট। যা খেলা হবে স্টেডিয়ামে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, প্রথম পর্বের টুর্নামেন্ট আয়োজিত হবে মুম্বইয়ে। ২ থেকে ৯ মার্চ।


টুর্নামেন্টে ১৯টি ম্যাচ খেলা হবে। ছ'টি দল নিয়ে হবে টুর্নামেন্ট। মুম্বই ছাড়াও থাকবে হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ও শ্রীনগর।

 

 





অমিতাভ জানিয়েছেন, এই লিগের সঙ্গে যুক্ত হতে পারাটা তাঁর কাছে নতুন এক ইনিংস। সোশ্যাল মিডিয়ায় বলিউডের শাহেনশাহ লিখেছেন, 'নতুন একটা দিন। নতুন উদ্যোগ। মুম্বইয়ের সঙ্গে টিম মালিক হিসাবে যুক্ত হতে পারাটা আমার কাছে গর্বের ও সম্মানের। কত প্রতিভার বিকাশ ঘটবে এই টুর্নামেন্টে। তার সঙ্গে জড়িত থাকার সুযোগ পেয়েছি। দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাভাবনা।' 

 

উমরন মালিকের মতো ক্রিকেটার টেনিস বল ক্রিকেটে খেলে উঠে এসেছেন। ৮১ বছরের কিংবদন্তি অভিনেতা জানিয়েছেন, যাঁরা রাস্তায়, গলিতে ক্রিকেট খেলে থাকেন, তাঁদের জন্য নিজেদের দক্ষতার প্রমাণ দেওয়ার বড় মঞ্চ এই টুর্নামেন্ট। এবার পেশাদার মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন টেনিস বলের ক্রিকেটারেরা।                                             


আরও পড়ুন: অভিষেক ম্যাচেই সফল সুদর্শন, দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে ODI সিরিজে এগিয়ে গেল ভারত


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে