মুম্বই: তিনি ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারের ওপর রান। ৩০ সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের হয়ে কোনওদিন খেলার সুযোগ পাননি। অনেকে মনে করেন, তাঁর মতো বঞ্চনা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে খুব একটা কাউকে হজম করতে হয়নি।
সেই অমল মুজুমদার (Amol Muzumdar) এবার বড় দায়িত্ব পেতে পারেন। সব কিছু ঠিকঠাক চললে ভারতের মহিলা ক্রিকেট দলের পরবর্তী কোচ হতে চলেছেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার!
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) আগেই জানিয়েছিলেন যে, জুলাই মাসের মধ্যে ভারতীয় মহিলা দলের কোচ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেই অনুসারেই নিয়োগ পদ্ধতি শুরু হয়েছিল। তিন প্রাক্তন ক্রিকেটারের আবেদন নির্বাচনের চূড়ান্ত পর্বে পৌঁছেছিল। ইন্টারভিউয়ের মাধ্যমে কোচ হিসাবে তিনজন থেকে একজনকে নিয়োগপত্র দেওয়া হবে। তালিকায় ছিলেন ইংল্যান্ড মহিলা দলের বর্তমান প্রধান কোচ জন লুইস। সঙ্গে আবেদন করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অমল মুজুমদার ও জাতীয় মহিলা দলের প্রাক্তন কোচ তুষার অরোঠে।
অশোক মলহোত্রর নেতৃত্বাধীন তিন সদস্যের উপদেষ্টা কমিটি তিন আবেদনকারীর ইন্টারভিউ নিয়েছেন। সূত্রের খবর, অমলকেই পছন্দ হয়েছে তাঁদের। আগামী ২ বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করা হতে পারে।
গত ডিসেম্বরে রমেশ পওয়ারকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির অন্যতম কোচ করা হয়। তারপর থেকেই ভারতের মহিলা ক্রিকেট দল কোচ-হীন ছিল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে হৃষিকেশ কানিতকার ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছিলেন। কিন্তু হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মাদের হেড কোচ হওয়ার জন্য তিনি আবেদন করেননি। মুজুমদারের অভিজ্ঞতা উপদেষ্টা কমিটির সদস্যদের আকৃষ্ট করেছে। সূত্রের খবর, তাঁর প্রেজেন্টেশনও বেশ আকর্ষণীয় মনে হয়েছে তাঁদের। কীভাবে এগতে চান, তার নীল নকশা তুলে ধরেছেন অমল। আইপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকার পুরুষ দলের সঙ্গেও কাজ করেছেন মুজুমদার।
সূত্রের খবর, ক্রিকেটারদের ফিটনেসে জোর দিতে চান অমল। পাশাপাশি চান সাপোর্ট স্টাফদের একটা শক্তিশালী গ্রুপ তৈরি করতে। ফিটনেস নিয়ে তাঁর মত প্রভাবিত করেছে উপদেষ্টা কমিটির সদস্যদের।
সব কিছু ঠিকঠাক চললে, কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে অমলের নাম ভারতীয় মহিলা দলের কোচ হিসাবে ঘোষণা করে দেওয়া হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন