চেন্নাই: ইংল্যান্ডের নির্ভরযোগ্য পেসার জেমস অ্যান্ডারসন চেন্নাইয়ে সিরিজের পঞ্চম টেস্টে খেলতে পারছেন না। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, অ্যান্ডারসনের গোড়ালি, কাঁধ সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা রয়েছে। সেই কারণে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। চেন্নাইয়ে বিশ্রাম দেওয়া হচ্ছে এই পেসারকে।
টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া অ্যান্ডারসন বেশ কিছুদিন ধরেই চোট-আঘাতে ভুগছেন। এ বছরের অগাস্ট থেকে কাঁধের চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন অ্যান্ডারসন। কিন্তু ফের তাঁকে মাঠের বাইরে বসে থাকতে হচ্ছে।
চলতি সিরিজে ৩-০ পিছিয়ে ইংল্যান্ড। ফলে চেন্নাই টেস্টের তেমন গুরুত্ব নেই। তবে ভারত যেমন সিরিজ ৪-০ করার লক্ষ্যে খেলতে নামবে, ইংল্যান্ড তেমনই শেষ ম্যাচে সম্মানরক্ষার জন্য খেলতে নামবে। এই ম্যাচেই অ্যান্ডারসনকে না পাওয়ায় সমস্যায় পড়বে ইংল্যান্ড। অপর এক অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডও চোটের জন্য শেষ দুটি টেস্টে খেলতে পারেননি। তিনি চেন্নাইয়েও খেলতে পারবেন কি না এখনও স্পষ্ট নয়।
চেন্নাই টেস্টে খেলছেন না অ্যান্ডারসন
Web Desk, ABP Ananda
Updated at:
15 Dec 2016 06:30 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -