হ্যাটট্রিকের পর ৪৯ বলে অপরাজিত ১২১, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের দলকে একাই হারালেন আন্দ্রে রাসেল
Web Desk, ABP Ananda | 12 Aug 2018 02:59 PM (IST)
পোর্ট অফ স্পেন: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে স্বপ্নের ফর্মে আন্দ্রে রাসেল। শাহরুখ খানের মালিকানাধীন দল ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর অলরাউন্ডার পারফরম্যান্স দেখা গেল। একাই ম্যাচ জেতালেন জামাইকা টালাওয়াহসের অধিনায়ক। প্রথমে বল হাতে হ্যাটট্রিক করার পর রান তাড়া করতে নেমে ৪৯ বলে ১২১ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল। তিনি এই প্রতিযোগিতায় দ্রুততম শতরানের রেকর্ড গড়লেন। এই ম্যাচে শাহরুখের দল প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২৩ রান করে। কলিন মুনরো (৬১), ব্র্যান্ডন ম্যাকালাম (৫৬) ও ক্রিস লিন (৪৬) ভাল পারফরম্যান্স দেখান। রাসেল ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। তিনি শেষ ওভারে ম্যাকালাম, ডোয়েন ব্র্যাভো (২৯) ও দীনেশ রামদীনকে (০) আউট করেন। বড় রান তাড়া করতে গিয়ে ৪১ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল জামাইকা। সেই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ১৩টি ছক্কা ও ৬টি বাউন্ডারি মেরে দলকে ৪ উইকেটে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রাসেল। তিনি ইংল্যান্ডের জো ডেনলির পর টি-২০তে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে হ্যাটট্রিক ও শতরান করলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারারও রেকর্ড গড়লেন রাসেল।