কলকাতা: চলতি আইপিএল-এ বিধ্বংসী ফর্মে আছেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। প্রতিটি ম্যাচেই তিনি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলের জয়ে বড় অবদান ছিল তাঁর। এই ম্যাচেই চলতি আইপিএল-এ ৫০-তম ছক্কা মেরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এক্ষেত্রে অন্যান্য ব্যাটসম্যানরা অনেকটা পিছিয়ে। দ্বিতীয় স্থানে কিংস ইলেভেন পঞ্জাবের ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। এই বাঁ হাতি ব্যাটসম্যান এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত ৩২টি ছক্কা মেরেছেন। তৃতীয় স্থানে মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। তিনি ২৭টি ছক্কা মেরেছেন।
আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড অবশ্য গেইলের দখলে। তিনি ১২২ ম্যাচে ৩২৪টি ছক্কা মেরেছেন। দ্বিতীয় স্থানে এবি ডিভিলিয়ার্স। তিনি ১৫২ ম্যাচে ২১২টি ছক্কা মেরেছেন। মহেন্দ্র সিংহ ধোনি ১৮৫ ম্যাচে ২০৩টি ছক্কা মেরেছেন।
এবারের আইপিএল-এ বাউন্ডারির হিসেবে অবশ্য সবার আগে দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধবন। তিনি ১২ ম্যাচে ৫৫টি বাউন্ডারি মেরেছেন। দ্বিতীয় স্থানে সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি এখনও পর্যন্ত ৫০টি ছক্কা মেরেছেন। ১২ ম্যাচে ৪০টি বাউন্ডারি মেরেছেন গেইল। রাসেলের বাউন্ডারির সংখ্যা ১২ ম্যাচে ২৯।
এবারের আইপিএল-এ ছক্কার অর্ধশতরান রাসেলের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Apr 2019 06:55 PM (IST)
এবারের আইপিএল-এ বাউন্ডারির হিসেবে অবশ্য সবার আগে দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধবন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -