রিও ডি জেনেইরো: অলিম্পিকের ইতিহাসে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে দু বার সিঙ্গলসে সোনা জিতে ইতিহাস গড়লেন গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে। তিনি পরপর দু বার সোনা জিতলেন। লন্ডনে হারিয়েছিলেন রজার ফেডেরারকে। আর রিওতে হারালেন লন্ডনে সিঙ্গলসে ব্রোঞ্জ পাওয়া আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে। চার ঘণ্টার লড়াইয়ের পর জয় পেলেন মারে। তাঁর পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৪-৬, ৬-২, ৭-৫।
রিও অলিম্পিকে টেনিসে পুরুষ সিঙ্গলসের ফাইনাল ম্যাচ ঘিরে প্রথম থেকেই উত্তেজনা ছিল। গ্যালারিতে দু দেশের সমর্থকরাই গলা ফাটাচ্ছিলেন। আর্জেন্তিনার সমর্থকরাই বেশি সরব ছিলেন। তাঁরা ক্রমাগত মারেকে বিরক্ত করে যাচ্ছিলেন। তবে দর্শকদের চিৎকার উপেক্ষা করেই প্রতিপক্ষকে টেক্কা দিলেন মারে। ঠান্ডা মাথায় খেলে তিনি জয় পেলেন। চতুর্থ সেটে ৩-৫ পিছিয়ে পড়েও পরপর চারটি সেট জিতে সোনা পেলেন গ্রেট ব্রিটেনের এই তারকা।
ইতিহাস গড়ার পরে স্বভাবতই উচ্ছ্বসিত মারে। তিনি বলেছেন, এই লড়াই শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন ছিল। খেলার ধারা মাঝেমধ্যেই বদলে যাচ্ছিল। যে কেউ জিততে পারতেন।
বর্তমানে এটিপি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন মারে। তাঁর বিরুদ্ধে ১৪১ নম্বরে থাকা দেল পোত্রোর লড়াই সহজ ছিল না। লড়াই করেও শেষরক্ষা করতে পারলেন না আর্জেন্টিনার তারকা। তিনি মারের প্রশংসা করে বলেছেন, গ্রেট ব্রিটেনের এই তারকার বিরুদ্ধে জেতা সবসময় কঠিন। বিপুল সমর্থনের জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন দেল পোত্রো।
হারের পর হতাশ দেল পোত্রো
টেনিস সিঙ্গলসে টানা দু বার সোনা জিতে ইতিহাস অ্যান্ডি মারের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Aug 2016 01:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -