লন্ডন: উইম্বলডনে অঘটন। দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন টুর্নামেন্টে খেতাব জয়ের অন্যতম দাবিদার অ্যান্ড মারে। ২ বারের উইম্বলডন জয়ী মারে চার সেটের লড়াই শেষে হার মানেন। প্রতিপক্ষ জন ইসনারের বিরুদ্ধে খেলতে নেমে ৬-৪, ৭-৬, ৬-৭, ৬-৪ ব্যবধানে হেরে যান মারে। প্রায় তিন ঘণ্টার লড়াই শেষে অল ইংল্যান্ড কোর্টে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন ব্রিটিশ টেনিস তারকা। 


 






২ বারের উইম্বলডন জয়ী অ্যান্ডি মারে


এর আগে ২০১৩ ও ২০১৬ সালে উইম্বলডন খেতাব জিতেছিলেন অ্য়ান্ডি মারে। বারবার চোট আঘাত মারের কেরিয়ারে বাধা তৈরি করেছে। তবে এবারের উইম্বলডনকে পাখির চোখ করেছিলেন তিনি। কিন্তু ৩৫ বছরের টেনিস তারকা পারলেন না তৃতীয় রাউন্ডে উঠতে। প্রথম দুটো সেটে পরপর হারের পর তৃতীয় সেটে দুর্দান্ত ভাবে ফিরে এসেছিলেন মারে। কিন্তু ম্যাচের হার বাঁচাতে পারেননি তিনি। চতুর্থ সেটে ফের হেরে যান ৩ গ্র্যান্ডস্লামের মালিক। 


অন্যদিকে মহিলাদের সিঙ্গলসেও অঘটন। গতবারের ইউ এস ওপেন জয়ী এমা রাডুকানুও হেরে গেলেন দ্বিতীয় রাউন্ডেই। ক্যারোলিন গার্সিয়ার বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে যান রাডুকানু। ৬-৩, ৬-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন গার্সিয়া।


আরও পড়ুন: রোহিত করোনা আক্রান্ত, এর মধ্যেই পন্থরা কেন রেস্তোরাঁয়? উঠল প্রশ্ন