নয়াদিল্লি: ২০১৫-র বিশ্বকাপের পর থেকেই ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই কোনও না কোনও ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় দুই দলের সমর্থকদের তীব্র বাকযুদ্ধ দেখা গিয়েছে। এশিয়া কাপের ফাইনালেও এক ব্যতিক্রম হল না। এবার বাংলাদেশি ওপেনার লিটন দাসের আউটের সিদ্ধান্ত ঘিরে উত্তাপ ছড়াল সোশাল মিডিয়ায়।



এশিয়া কাপের ফাইনালে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেন লিটন। তাঁর ১১৭ বলে ১২১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ২২২ রান তুলতে সক্ষম হয়। কিন্তু তাঁর আউট নিয়ে বাংলাদেশি সমর্থকরা চরম অসন্তুষ্ট। ৪১ তম ওভারে লিটন তখন ১২১ রানে ব্যাটিং করছিলেন। কুলদীপ যাদবের একটা গুগলি পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যাটে বল লাগেনি। উইকেটরক্ষক ধোনি বল ধরেই চোখের পলকে স্ট্যাম্প ভেঙে দেন। বহুবার রিপ্লে দেখার পর তৃতীয় আম্পায়ার ভারতের পক্ষেই সিদ্ধান্ত জানান। নিঃসন্দেহে, এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। কিন্তু বারবার রিপ্লে দেখে যে সিদ্ধান্ত আম্পায়ার নিয়েছেন, তা ছিল সঙ্গতই।
কিন্তু বাংলাদেশি সমর্থকদের একাংশ ওই সিদ্ধান্ত আদৌ ভালোভাবে নিতে পারেননি। তৃতীয় আম্পায়র রড টাকার লিটনকে আউট ঘোষণার পরই সোশাল মিডিয়া পোস্টে বাংলাদেশি সমর্থকদের রাগ আছড়ে পড়ে।













কেউ কেউ অবশ্য ধোনির উইকেটকিপিংয়ের প্রশংসা করেছেন।