ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাই রসেন জানিয়েছেন, ‘আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। যা হয়েছে সেটা সবাইকে জানানো আমাদের উদ্দেশ্য ছিল। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। মানুষের গোপনীয়তা ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত।’ হ্যাক হয়েছে ফেসবুকের ৫ কোটি অ্যাকাউন্ট, জানালেন স্বয়ং জুকারবার্গ
Web Desk, ABP Ananda | 28 Sep 2018 11:53 PM (IST)
স্যান ফ্রান্সিসকো: ফেসবুকের পাঁচ কোটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ কথা স্বীকার করলেন স্বয়ং চিফ এগজিকিউটিভ মার্ক জুকারবার্গ। বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রধান জানিয়েছেন, ‘ইঞ্জিনিয়াররা মঙ্গলবার এত অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানতে পারেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা জানি না হ্যাক করা অ্যাকাউন্টগুলির তথ্যের অপব্যবহার হয়েছে কি না। তবে বিষয়টি গুরুতর হওয়ায় ফেসবুক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে। যে অ্যাকাউন্টগুলি হ্যাক হওয়ার ঝুঁকি আছে, সেগুলির নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। হ্যাকিং রোখার জন্য আমাদের আরও উন্নত ব্যবস্থা তৈরি করতে হবে।’