নয়াদিল্লি: টেস্টে বোলার ও অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে রবীন্দ্র জাডেজা। একদিনের ও টি-২০ ম্যাচেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া। কিন্তু তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হয়নি জাডেজার। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা। তবে জাডেজা দলে জায়গা না পেয়ে হতাশ। তিনি ট্যুইটারে সেই হতাশা প্রকাশ করেন। একটি ঘোড়ার সঙ্গে ছবি দিয়ে এই অলরাউন্ডার লেখেন, ব্যর্থতার চেয়ে প্রত্যাবর্তন আরও জোরদার করতে হবে। পরে অবশ্য এই ট্যুইট মুছে দেন জাডেজা। যদিও এতে তাঁর হতাশা গোপন হয়নি।


বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, রোটেশন পদ্ধতি মেনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘোষিত দলে জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে রাখা হয়নি। কিন্তু বিশ্রাম নেওয়ার বদলে অশ্বিন এখন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। জাডেজা অবশ্য খেলছেন না। কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন, বিশ্রাম নেওয়ার বদলে খেলতেই চাইছেন। তবে ২০১৯ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে অন্য খেলোয়াড়দের দেখে নিতে চাইছেন নির্বাচকরা।