বেঙ্গালুরু: ক্রিকেট মাঠে বিস্ফোরক ব্যাটিং এবং প্রতিপক্ষের ওপর আগ্রাসী মনোভাবের জন্য পরিচিত বিরাট কোহলি। কিন্তু, মাঝেমধ্যে তাঁর আচরণ যে সীমা অতিক্রম করে ফেলে, তা সকলেরই জানা। তেমনই একটি ঘটনা ঘটে রবিবার আইপিএল ম্যাচে।
ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ চলছিল ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের। অভিযোগ, সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে অশালীন কথা বলেন আরসিবি অধিনায়ক।
মাঠে উপস্থিত বেশিরভাগের নজরে এই বিষয়টি এড়িয়ে গেলেও, কয়েকজন লক্ষ্য করেন। কেকেআর-এর ক্যারিবীয় বোলারকে খেলতে সমস্যা হওয়ায় কোহলিকে দেখা যায় সোজা আম্পায়ারের কাছে গিয়ে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করছেন।
টুইটারে কয়েকজন গোটা বিষয়টিকে তুলে ধরেন। তাঁদের দাবি, কোহলি আম্পায়ারদের কাছে বলেছিলেন, ‘বাট্টা মার রাহা হ্যায়’ (ও চাক করছে)। সেইসঙ্গে একটি অশালীন কথাও বলেন কোহলি বলে অভিযোগ। যদিও, এই নিয়ে এখনও পর্যন্ত বিসিসিআই-এর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
টুইটারে দাবি উঠেছে, এই অভিযোগ করে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন কোহলি। সাধারণত, কোনও বোলারের বোলিং অ্যাকশন নিয়ে অশালীন মন্তব্য করতে পারেন না ব্যাটসম্যান। কারণ এটি ক্রিকেট পরিচালন সংস্থার এক্তিয়ার মধ্যে পড়ে। অর্থাৎ, বোলারের অ্যাকশন সন্দেহজনক হলে তা বিচার করবে আইসিসি, বিসিসিআই ও এমসিএ।
তবে, ম্যাচের পর নারিনের বোলিং অ্যাকশনে কোনও গলদ পাননি আম্পায়ার সহ ম্যাচ অফিসিয়ালরা। বোর্ডের কাছেও কিছু জমা পড়েনি।