নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করলেন প্রাক্তন কোচ অনিল কুম্বলে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পাঁচ বছর ধরে ভারতীয় দলের অধিনায়ক বিরাট। ও অবশ্যই পরিণত হয়েছে। দল বাছাইয়ে অনেক বেশি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। দল বিপদে পড়লে বেশিরভাগ সময়ই ও ত্রাতা হয়ে যায়। ২০১৯ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা বছর।’
ভারতীয় দলের কোচ থাকাকালীন বিরাটের সঙ্গে কুম্বলের সম্পর্ক নিয়ে ক্রিকেটমহলে কম জল্পনা হয়নি। বিরাটের আপত্তিতেই কুম্বলেকে সরিয়ে ফের রবি শাস্ত্রীকে দায়িত্ব দেওয়া হয় বলে শোনা গিয়েছিল। তবে বিরাটের পাশেই দাঁড়িয়েছেন কুম্বলে। তিনি বলেছেন, ‘অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ খেলে বিরাট। সেটা মাথায় রাখতে হবে। অধিনায়ক হিসেবে ও সফল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজে ভারতীয় দল কঠিন লড়াইয়ের মুখে পড়লেও, শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে। অধিনায়ক হিসেবে বিরাটের উন্নতি দেখে ভাল লাগছে। টেস্টে এখন ভারতীয় দল দারুণ জায়গায়। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগও শক্তিশালী। টেস্টে ভারতীয় দলের সাফল্যের জন্য কাদের উপর নির্ভর করা যায়, সেটা বিরাট জানে। একদিনের ম্যাচেও খুব একটা সমস্যা হচ্ছে না। তবে টি-২০ ফর্ম্যাটে দলের সদস্যদের পারফরম্যান্সের বিষয়ে ওকে আরও ভাবতে হবে। টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দল ১৫টি ম্যাচ খেলবে। আশা করি এই ম্যাচগুলির মাধ্যমে দলকে তৈরি করে নিতে পারবে বিরাট।’
পাঁচ বছরে অধিনায়ক হিসেবে পরিণত হয়েছে বিরাট, দল বিপদে পড়লে ও ত্রাতা হয়ে যায়, মত কুম্বলের
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jan 2020 01:40 PM (IST)
ভারতীয় দলের কোচ থাকাকালীন বিরাটের সঙ্গে কুম্বলের সম্পর্ক নিয়ে ক্রিকেটমহলে কম জল্পনা হয়নি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -