নয়াদিল্লি: সকাল থেকে তৈরি হওয়া জল্পনার অবসান। সন্ধেয় ভারতীয় কোচের পদ থেকে ইস্তফাই দিলেন অনিল কুম্বলে। সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর। প্রসঙ্গত, এদিনই শেষ হয় ভারতীয় কোচ হিসেবে কুম্বলের ১ বছরের চুক্তি। অধিনায়ক কোহালির সঙ্গে দূরত্ব তৈরি হওয়াতেই ইস্তফা?জল্পনা তুঙ্গে।
এদিন ওয়েস্ট ইন্ডিজ গামী ভারতীয় দলের বিমানে ওঠেননি কুম্বলে। জল্পনার শুরু তখন থেকেই। যার ইতি হল মাত্র ৬ ঘন্টা পরেই। ইস্তফাই দিয়ে দিলেন অনিল কুম্বলে।
এর আগে, সোমবার রাত পর্যন্ত টিমের ক্রিকেটাররা জানতেন ক্যারিবিয়ান সফরে যাচ্ছেন কুম্বলে। কিন্তু মঙ্গলবার সকালে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন, তিনি ওয়েস্ট ইন্ডিজ যাবেন না। কুম্বলের যুক্তি, আগামি ২২ ও ২৩ জুন লন্ডনে আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে তাঁকে যোগ দিতে হবে। অবশেষে ৬ ঘন্টা পরই কোচ কুম্বলের ইস্তফা।
এদিনই ভারতীয় কোচ হিসেবে তাঁর ১ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। সূত্রের খবর, তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সিইও রাহুল জহুরিকে। ইস্তফার পর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কি ক্যাপ্টেন কোহালির সঙ্গে সম্পর্কের অবনতির জেরেই সরে দাঁড়ানো?
ক্রিকেটমহল অবশ্য, এর বাইরে অন্য কারন দেখছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে থেকেই কোচ-ক্যাপ্টেন কাজিয়া ঘিরে ভারতীয় শিবির ছিল উত্তপ্ত। টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই বেড়েছে দূরত্ব। কমেছে দুজনের মধ্যে কথা। নেটে অনুশীলন হোক বা ম্যাচ চলাকালীন ড্রেসিংরুম। কুম্বলের সঙ্গে একবারও কথা বলতে দেখা যায়নি কোহালিকে। বোর্ড কর্তা থেকে অ্যাডভাইসারি কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠকও যে কোনও কাজে আসেনি,তার প্রমাণ আজকের কুম্বলের এই ইস্তফা।