চেন্নাই: তামিলনাড়ুর সংগঠন হিন্দু মক্কাল কাটচির সভাপতি অর্জুন সম্পথ জানিয়েছেন, রজনীকান্ত রাজনীতিতে আসার প্রস্তুতি নিচ্ছেন। তিনি এ বিষয়ে তাঁকে প্রশ্ন করেন, তখন এই উত্তর দেন তামিল সুপারস্টার।

রজনীর বাড়িতে এ নিয়ে ঘণ্টাখানেক দুজনের মধ্যে কথাবার্তা হয়। পরে সম্পথ বলেন, রজনীও বোঝেন, গোটা সিস্টেম দুর্নীতিতে ভরে গিয়েছে। তাঁর উচিত ৫০ বছরেরও বেশি ধরে চলা দ্রাবিড় শাসন থেকে রাজ্যকে উদ্ধার করা।

সম্পথ জানান, তিনি রজনীকে অনুরোধ করেছেন, বিকল্প রাজনীতির পথপ্রদর্শক হতে। জবাবে রজনী বলেন, তিনি এ জন্য প্রস্তুতি নিচ্ছেন। তামিলনাড়ুর মানুষের জন্য কিছু করতে না পারলে নিজেকে অপরাধী বলে মনে হবে।

রজনী আরও জানিয়েছেন, যদি তিনি রাজনীতিতে যোগ দেন, তাহলেই একমাত্র হিমালয়ের ও দক্ষিণ ভারতের নদীগুলি সংযুক্ত করে ন্যাশনাল গ্রিড গঠনের ব্যাপারে তাঁর স্বপ্ন পূর্ণ হবে।

রজনী আধ্যাত্মিকতা সংক্রান্ত কথাবার্তা বলেন বলেও সম্পথ জানিয়েছেন।