বেঙ্গালুরু: রবি শাস্ত্রী, সন্দীপ পাটিলের পর অনিল কুম্বলে। ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ পদে আগ্রহী ৫৭জনের তালিকায় প্রবাদপ্রতিম এই প্রাক্তন লেগ স্পিনারও রয়েছেন। কুম্বলে নিজেও সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন এ কথা। টেস্টে একই ইনিংসে ১০ উইকেট নিয়ে বিশ্বরেকর্ডের অধিকারী কুম্বলে ১৩২টি টেস্ট খেলেছেন, ২৭১টি একদিনের ম্যাচ। দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও তাঁর আবেদনপত্র বিসিসিআই-নির্দিষ্ট মাপকাঠিতে উতরোবে কী না তা নিয়ে সন্দেহ রয়েছে। তাতে লেখা আছে, আবেদনকারীকে আইসিসি-র যে কোনও সদস্য দেশের কোনও ক্রিকেট টিমকে প্রথম শ্রেণি বা আন্তর্জাতিক স্তরে সফলভাবে কোচিং করাতে হবে। কুম্বলে সেখানে মুম্বই ইন্ডিয়ানস দলে দু’বছর চিফ মেন্টর ছিলেন। তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেও একই পদে থাকেন তিনি।
কুম্বলে ছাড়াও রবি শাস্ত্রী ও সন্দীপ পাটিল এই পদের জন্য আবেদন করেছেন। অল্পদিন আগে ধোনি, কোহালিদের টিম ডিরেক্টর পদে নিজের মেয়াদ শেষ করেছেন শাস্ত্রী। পাটিল এই মুহূর্তে নির্বাচক কমিটিতে আছেন, আগে দলের কোচ ছিলেন। এছাড়া রবীন সিংহের মত বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার প্রধান প্রশিক্ষক হওয়ার জন্য আবেদন করেছেন। রবীনও কোচিং করিয়েছেন মুম্বই ইন্ডিয়ানসকে। বিসিসিআই জানিয়েছে, তারা খতিয়ে দেখছে সবকটি আবেদনপত্র।
বিরাটদের কোচ হতে আগ্রহী কুম্বলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2016 06:18 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -