রোম: খতম হয়েছে কুখ্যাত আবু বকর-আল বাগদাদি! আইএসআইএস জঙ্গি সংগঠনের প্রধানের জখম হওয়ার খবর শোনা গিয়েছে কয়েকদিন আগেই। এবার সিরিয়ায় মার্কিন যৌথবাহিনীর অভিযানে সে নিহত হয়েছে বলে দাবি মিডিয়ার।
আইএস অনুমোদিত সংবাদ সংস্থা আল-আমাককে উদ্ধৃত করে ইরানের সরকারি মিডিয়া ও তুরস্কের সরকার সরকারপন্থী দৈনিক ইয়েনিস সাফাক জানিয়েছে, উত্তর সিরিয়ার রাকায় যৌথ বাহিনীর বোমাবর্ষণে তার মৃত্যু হয়েছে। রাকা আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। আল আমাক-এর দাবি, রমজানের পঞ্চম দিনে মৃত্যু হয়েছে ‘খলিফা’ বাগদাদির। যদিও এই হামলা সম্পর্কে যৌথবাহিনীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে সোমবার ইরাকি টিভি চ্যানেল আল-সুমারিয়া দাবি করে, রবিবার আইএসের দখলে থাকা ইরাকের মোসুল শহরের ৬৫ কিমি পশ্চিমে যৌথবাহিনীর হামলায় জখম হয়েছে বাগদাদি। পরে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-এ মার্কিন প্রতিরক্ষা অফিসাররা জানান, তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল, গত ছ মাসে একাধিকবার মসুল শহরে আসা-যাওয়া করেছে বাগদাদি। তারপরই পরিকল্পনা করে তাঁর ওপর বিমান হামলা চালানো হয়েছে। তাঁর মাথার দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার ধার্য করেছিল মার্কিন প্রশাসন।
সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হানায় খতম আইএস প্রধান বাগদাদি, রিপোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2016 04:00 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -