রোম: খতম হয়েছে কুখ্যাত আবু বকর-আল বাগদাদি! আইএসআইএস জঙ্গি সংগঠনের প্রধানের জখম হওয়ার খবর শোনা গিয়েছে কয়েকদিন আগেই। এবার সিরিয়ায় মার্কিন যৌথবাহিনীর অভিযানে সে নিহত হয়েছে বলে দাবি মিডিয়ার।


আইএস অনুমোদিত সংবাদ সংস্থা আল-আমাককে উদ্ধৃত করে ইরানের সরকারি মিডিয়া ও তুরস্কের সরকার সরকারপন্থী দৈনিক ইয়েনিস সাফাক জানিয়েছে, উত্তর সিরিয়ার রাকায় যৌথ বাহিনীর বোমাবর্ষণে তার মৃত্যু হয়েছে। রাকা আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। আল আমাক-এর দাবি, রমজানের পঞ্চম দিনে মৃত্যু হয়েছে ‘খলিফা’ বাগদাদির। যদিও এই হামলা সম্পর্কে যৌথবাহিনীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে সোমবার ইরাকি টিভি চ্যানেল আল-সুমারিয়া দাবি করে, রবিবার আইএসের দখলে থাকা ইরাকের মোসুল শহরের ৬৫ কিমি পশ্চিমে যৌথবাহিনীর হামলায় জখম হয়েছে বাগদাদি। পরে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-এ মার্কিন প্রতিরক্ষা অফিসাররা জানান, তাঁদের কাছে গোপন সূত্রে খবর ছিল, গত ছ মাসে একাধিকবার মসুল শহরে আসা-যাওয়া করেছে বাগদাদি। তারপরই পরিকল্পনা করে তাঁর ওপর বিমান হামলা চালানো হয়েছে। তাঁর মাথার দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার ধার্য করেছিল মার্কিন প্রশাসন।