কলকাতা: তার বয়সী বেশিরভাগ খুদেই টিভিতে ছোটা ভীম কিংবা গ্রিজি অ্যান্ড দ্য লেমিংস কার্টুন দেখতে ভালবাসে। বা খেলনাবাটি নিয়ে সময় কাটায়। কিন্তু অনীশ সরকার (Anish Sarkar) অন্যদের চেয়ে আলাদা। বয়স মাত্র ৩ বছর আট মাস ১৯ দিন। ভালবাসা? দাবা। চৌষট্টি খোপের দুনিয়াতেই ডুবে রয়েছে কলকাতার কৈখালির শিশু।
দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ রেটেড দাবাড়ু বাংলার খুদে। জন্ম ২০২১ সালের ২৬ জানুয়ারি। অক্টোবর মাসে সারা বাংলা অনূর্ধ্ব ৯ ওপেন দাবায় অংশ নেয়। সর্বোচ্চ সম্ভাব্য ৮ পয়েন্টের মধ্যে ৫.৫ পয়েন্ট পায় অনীশ। দুজন রেটেড দাবাড়ু - আরভ চট্টোপাধ্যায় ও অহিলান বৈশ্যকে হারিয়ে সব মিলিয়ে ২৪তম স্থান পায় সে। বেঙ্গল ব়্যাপিড রেটিং ওপেনে ভারতের এক নম্বর তথা বিশ্বের চার নম্বর দাবাড়ু অর্জুন এরিগাইসির (Arjun Erigaisi) সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলার সুযোগও পায় অনীশ। তার এক সপ্তাহ পরে রাজ্য অনূর্ধ্ব ১৩ টুর্নামেন্টে বয়সে আরও বড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সে। পাঁচজন রেটেড খেলোয়াড়ের সঙ্গে খেলে অনীশ। বৃহস্পতিবার জানা গিয়েছে, ফিডে রেটিংয়ে ১৫৫৫ পয়েন্ট অর্জন করেছে সে। তেজস তিওয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে অনীশ। তেজস ৫ বছর বয়সে ফিডে রেটিং পেয়েছিল। সেই ছিল সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে এই কৃতিত্বের মালিক। এখন সেই কৃতিত্ব ছিনিয়ে নিয়েছে অনীশ।