মুম্বই: তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বাঁহাতি স্পিনের ভেল্কি দেখালেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ৬৫ রানে ৫ উইকেট নিলেন। সেই সঙ্গে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) পেরিয়ে গেলেন জাহির খান (Zaheer Khan) ও ইশান্ত শর্মাকে (Ishant Sharma)।
নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন জাডেজা (India vs NZ)। টেস্টে সৌরাষ্ট্রের তারকার মোট উইকেটসংখ্যা হল ৩১৪। জাহির ও ইশান্ত – দুজনই টেস্টে ৩১১টি করে উইকেট নিয়েছেন।
টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়া প্রথম পাঁচ বোলারের মধ্যে জায়গা করে নিলেন জাডেজা। প্রথম চারে আছেন অনিল কুম্বলে, আর অশ্বিন, কপিল দেব ও হরভজন সিংহ। টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক অনিল কুম্বলে। ৬১৯টি উইকেট রয়েছে কিংবদন্তি স্পিনারের। মুম্বই টেস্টে নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি অশ্বিন। তবে ৫৩৩ উইকেট নিয়ে তিনি রয়েছেন ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দ্বিতীয় স্থানে।
কিংবদন্তি কপিল দেবের রয়েছে টেস্টে ৪৩৪ উইকেট। তিনি রয়েছেন তিন নম্বরে। চারে রয়েছেন হরভজন সিংহ। টেস্টে ভাজ্জির মোট উইকেট সংখ্যা ৪১৭।
জাডেজা আরও এক কিংবদন্তিকে স্পর্শ করলেন শুক্রবার। পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আব্দুল কাদির। ঘরের মাঠে টেস্টে ১২ বার ৫ বা তার বেশি উইকেট নিয়েছিলেন কাদির। শুক্রবার নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিতেই সেই নজির স্পর্শ করলেন স্যর জাডেজা। সব মিলিয়ে স্পিনারদের ঘরের মাঠে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় অষ্টম স্থানে যুগ্মভাবে কাদির ও জাডেজা। শীর্ষে শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। যিনি ঘরের মাঠে ৭৩ টেস্টে ৪৫ ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন।
ঘরের মাঠে ১২ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কিংবদন্তি কপিল দেব, গ্লেন ম্য়াকগ্রা ও ওয়াকার ইউনিসকে পেরিয়ে গেলেন জাডেজা। এখনও ক্রিকেট খেলছেন, এরকম ক্রিকেটারদের মধ্যে ঘরের মাঠে টেস্টে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নিরিখে জাডেজার সামনে শুধু দুজন। স্বদেশীয় অশ্বিন (২৯ বার) ও বাংলাদেশের শাকিব আল হাসান (১৪ বার)।
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।