মলদ্বীপের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ ০ রানে ৬ উইকেট, ইতিহাস গড়লেন নেপালের অঞ্জলি চাঁদ
Web Desk, ABP Ananda | 02 Dec 2019 05:08 PM (IST)
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০.১ ওভারে মাত্র ১৬ রানে অলআউট হয়ে যায় মলদ্বীপ।
পোখারা: আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন নেপালের বাঁ হাতি মিডিয়াম পেসার অঞ্জলি চাঁদ। সাউথ এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেট বিভাগে মলদ্বীপের বিরুদ্ধে ম্যাচে তিনি হ্যাটট্রিক সহ কোনও রান না দিয়েই ৬ উইকেট নিলেন। এই ম্যাচে তিনি ১৩টি বল করেন। মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এটাই সেরা বোলিং। এর আগে এই রেকর্ড ছিল মলদ্বীপের মাস এলিসার দখলে। তিনি চিনের বিরুদ্ধে ৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন অঞ্জলি। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০.১ ওভারে মাত্র ১৬ রানে অলআউট হয়ে যায় মলদ্বীপ। মাত্র দু’জন ব্যাটসম্যান রান করেন। বাকিরা কেউই রান করতে পারেননি। রান তাড়া করতে নেমে মাত্র পাঁচ বলেই জয় ছিনিয়ে নেয় নেপাল।