বেঙ্গালুরু: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের ব্যাটের দিকে তাকিয়ে ভারত। অসি বোলিং আক্রমণের বিরুদ্ধে পূজারা-রাহানের বুক চিতিয়ে লড়াই এই টেস্টে ইতিমধ্যেই চিন্নাস্বামীর কঠিন পিচে ভারতকে ১২৬ রানের লিড এনে দিয়েছে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দারুন ব্যাটিং করেছেন ওপেনার লোকেশ রাহুল।ভারতের কামব্যাকের ভিতটা গড়ে দেন তিনি। কিন্তু ৫১ রানে তিনি আউট হয়ে যান। এখন রাহুল বলছেন, চতুর্থ দিনে স্কোরবোর্ডে দলের ব্যাটসম্যানরা আরও ১০০ রান তুলে দিতে পারেন, তাহলে তা সোনার মতো দামি হবে।
উল্লেখ্য,  পূজারা ১৭৩ বলে ৭৯ এবং রাহানে ১০৫ বলে ৪০ রানে অপরাজিত রয়েছেন।
তৃতীয় দিনের খেলার শেষে রাহুল বলেছেন, পায়ের ব্যবহার আর স্ট্রাইক রোটেট করার লক্ষ্য নিয়েই এদিন দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিলাম আমরা। অসিদের পাল্টা চাপে ফেলতে এটাই ছিল একমাত্র উপায়। কারণ, বাউন্ডারির ধারে ফিল্ডারদের রাখা হয়েছিল। আশা করছি আরও একশ রান যোগ করবে। সেটা হবে সোনার মতো দামি।
প্রথম ইনিংসে সেঞ্চুরি মিস করেছিলেন। ৯০ রানে ফিরে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে আউট হয়েছেন রাহুল। নিজের ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ভালো শুরু করেও বড় রান করতে না পারাটা হতাশাজনক।
রাহুল বলেছেন, তৃতীয় দিনে ব্যাট করাটা সহজ । কিন্তু চতুর্থ ও পঞ্চম দিনে বল নিচু হবে বলেও তিনি মন্তব্য করেছেন।
রাহুল বলেছে, প্রথম ইনিংসের তুলনায় তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাটা সহজ ছিল। প্রথম দিন পিচে ভেজা ভাব ছিল এবং বল একটু বেশি বাউন্স করেছে। এটা আমার ঘরের মাঠ। এখানে আমি প্রচুর খেলেছে। আমি জানি, তৃতীয় দিন এখানে সবচেয়ে ভালো ব্যাটিং করা যায়।চতুর্থ দিন থেকে বল কখনও নিচু হবে, আবার কোনওটা বাউন্স করবে।
দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে পেরে এবং পার্টনারশিপ গড়ে তুলতে পেরে দল খুশি বলেও জানিয়েছেন রাহুল।