আজ ভারতের হয়ে ওপেন করতে নামেন ময়ঙ্ক ও রোহিত শর্মা। প্রথম টেস্টের দুই ইনিংসেই শতরান করলেও, আজ অবশ্য ১৪ রানের বেশি করতে পারেননি রোহিত। তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা করেন ৫৮ রান। ময়ঙ্ক ও পূজারার দুর্দান্ত ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ভাল জায়গায় ভারতীয় দল। ফের শতরান ময়ঙ্কের, দারুণ জায়গায় ভারত
Web Desk, ABP Ananda | 10 Oct 2019 02:59 PM (IST)
তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা করেন ৫৮ রান।
ছবি সৌজন্যে ট্যুইটার
পুণে: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে দ্বিশতরানের পর আজ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতরান করলেন ভারতের তরুণ ওপেনার ময়ঙ্ক অগ্রবাল। আজ তিনি ১৮৩ বলে শতরান পূরণ করেন। শতরান করার পথে কেশব মহারাজের বলে পরপর দু’টি ছক্কা এবং ভেরনন ফিল্যান্ডারের বলে বাউন্ডারি মারেন ময়ঙ্ক। শতরান করার পথে তিনি ১৬টি বাউন্ডারি ও দু’টি ছক্কা মারেন। শেষপর্যন্ত ১৯৫ বলে ১০৮ রান করে কাগিসো রাবাডার বলে ফাফ দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ময়ঙ্ক।