নয়াদিল্লি: ভারতে ক্রিকেটে কি জুয়া আইনি হতে পারে? কেন্দ্রীয় সরকার কি এ বিষয়ে ভাবনা-চিন্তা করছে? বৃহস্পতিবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্ন করলেন সাংসদ তথা বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। তাঁর প্রশ্নের জবাবে ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যদি জুয়া বন্ধ করা যায়, তাহলে খেলায় জুয়া এমনিতেই বন্ধ হয়ে যাবে।
ইউরোপ-আমেরিকায় খেলায় জুয়া আইনসিদ্ধ। কিন্তু ভারতে ঘোড়দৌড় ছাড়া অন্য কোনও খেলায় জুয়া বৈধ নয়। ক্রিকেটে জুয়ার বিষয়ে সরকারের মতামত কী, সেটাই এদিন জানতে চান অনুরাগ। ম্যাচ গড়াপেটা বন্ধ করার জন্য সরকার কোনও কঠোর আইন করার কথা ভাবছে কি না, সেই প্রশ্নও করেন বিসিসিআই সভাপতি।
ক্রীড়ামন্ত্রী বলেন, শুধু খেলাকে কেন্দ্র করেই নয়, বিভিন্ন ক্ষেত্রে জুয়া চলে। সেসব বন্ধ করার চেষ্টা করছে সরকার। সেটা হলে খেলায় জুয়াও বন্ধ হয়ে যাবে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় ছোট স্টেডিয়াম তৈরি করারও অনুরোধ জানান ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, এর ফলে ক্রিকেট ছাড়াও অন্য খেলার জন্য ওই স্টেডিয়ামগুলি ব্যবহার করা যাবে।
ক্রিকেটে জুয়া কি আইনসিদ্ধ করা যায়? লোকসভায় প্রশ্ন অনুরাগের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Dec 2016 08:30 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -