রিও অলিম্পিকে চোট পেয়েছিলেন সাইনা। তাঁর অস্ত্রোপচারও হয়। দীর্ঘদিন রিহ্যাবে থাকার পর ধীরে ধীরে ফর্মে ফিরছেন তিনি। এদিন ম্যাচের শুরুতে তেমন ছন্দে ছিলেন না৷ ম্যাচ যত গড়িয়েছে, ততই প্রতিপক্ষের উপর জাঁকিয়ে বসেন তিনি৷ প্রথম গেম হারলেও পরের দুটি গেমে ইন্দোনেশিয়ান শাটলারকে দাঁড়াতেই দেননি সাইনা৷ শেষ আটের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ চিনের ঝ্যাং ইম্যান।
তবে সাইনা জয় পেলেও, এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ভারতের পারুপল্লী কাশ্যপ এবং মনু আত্রি ও বি সুমিত রেড্ডি। চিনা তাইপেইয়ের লিন য়ু হিয়েনের বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও হার মানতে হল কাশ্যপকে। তাঁর বিপক্ষে খেলার ফল ১৩-২১, ২০-২২। ডাবলসে তৃতীয় বাছাই মনু-সুমিত জুটি হারল সিঙ্গপুরের ড্যানি বাওয়া ক্রিসনান্তা ও হেন্দ্রা উইজয়া জুটির কাছে। ভারতীয় জুটির বিপক্ষে ম্যাচের ফল ২০-২২, ১৯-২১।