মুম্বই: সর্বসম্মতিক্রমে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। এতদিন বিসিসিআই সচিব পদে কাজ করা অনুরাগ সভাপতির দৌড়ে একমাত্র প্রার্থী ছিলেন, ফলে তাঁর নির্বাচন নিয়ে কোনও সংশয় ছিল না। ২০১৭-র সেপ্টেম্বর পর্যন্ত এই পদে থাকবেন তিনি। ৪১ বছরের অনুরাগ বিসিসিআইয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি। আইসিসি এক্সিকিউটিভ বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে তিনিভারতীয় বোর্ডের প্রতিনিধিত্ব করবেন।
আইসিসি-র চেয়ারম্যান পদে ভোটে দাঁড়ানোর জন্য এক সপ্তাহ আগে বোর্ড সভাপতির পদ ছাড়েন শশাঙ্ক মনোহর। তখন থেকেই ওই পদের জন্য যোগ্যতম হিসেবে উঠে আসে অনুরাগ ঠাকুরের নাম। বিসিসিআই সংবিধান অনুযায়ী, দেশের ৫টি ক্রিকেট জোনকেই বিশেষ সাধারণ সভায় প্রার্থী নির্বাচনের সুযোগ দেওয়া হয়। এবার সুযোগ পায় ইস্ট জোন। এই জোনের ছটি ইউনিট- সিএবি, ন্যাশনাল ক্রিকেট ক্লাব, ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুরাগের নামে সিলমোহর দেয়।
সভাপতি নির্বাচিত হওয়ার পর অনুরাগ বোর্ড সচিব হিসেবে নিযুক্ত করেছেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন বোর্ড কোষাধ্যক্ষ অজয় শিরকে-কে।