তিনি, অনুষ্কা শর্মা। হরমনপ্রীত কউরদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে দেখে রীতিমতো উচ্ছ্বসিত বিরাট-ঘরণী। ট্যুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অভিনেত্রী লিখেছেন, ‘একটা দারুণ ম্যাচ খেলে আমাদের মেয়েদের ফাইনালের যোগ্যতা অর্জন করা দেখব, সেই অপেক্ষা করছিলাম। বৃষ্টিতে সেসব ভেস্তে গেল। তবে ঠিক আছে, দুহাত বাড়িয়ে এটা গ্রহণ করলাম। ৮ মার্চ ফাইনালের জন্য আর তর সইছে না।’
বৃহস্পতিবার বৃষ্টিতে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ পণ্ড হয়। গ্রুপে বেশি ম্যাচ জেতার সুবাদে ফাইনালে পৌঁছে গিয়েছেন হরমনপ্রীতরা। ৮ মার্চ মেলবোর্নে ফাইনালে তাঁরা মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার।
হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়ে আগেই ট্যুইট করেছিলেন বিরাট কোহলি। এবার শুভেচ্ছাপ্রেরকের তালিকায় নাম তুললেন অনুষ্কাও।