বেঙ্গালুরু: আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচ খেলতে নামছে ভারত। ইতিমধ্যেই ৩-০ সিরিজ জিতে টিম কোহলির লক্ষ্য এখন হোয়াইট ওয়াশ।ভারতীয় দলের বোলিং বিভাগ সম্প্রতি দুরন্ত পারফর্ম করছে। পেসার ও স্পিনাররা ভরসা দিয়েছেন দলকে। ডেথ ওভারে জসপ্রিত বুমরাহর বোলিং বিপক্ষ দলগুলির সমীহ আদায় করে নিয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর বলের বৈচিত্র, আচমকা বাউন্সার ও মাপা ইয়র্কার ব্যাটসম্যানদের ধাঁধায় ফেলে দেয়।
গতকাল বিসিসিআই নেটে বুমরাহর বোলিং অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে। ইয়র্কারে তিনটি স্ট্যাম্পই ফেলে দিতে বলা হয় তাঁকে। এরপর কী হল? বুমরাহ পরপর তিনটি নিঁখুত ইয়র্কারেই উপড়ে গেল স্ট্যাম্প।

শ্রীলঙ্কা সিরিজে ১১.২৬ গড়ে ১৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন বুমরাহ। চলতি সিরিজে কুলদীপ ও চাহলের বোলিং সবার নজর কেড়েছে। কিন্তু ইনিংসের শুরুতে ও শেষে ভূবনেশ্বর ও বুমরাহর যুগলবন্দীও সমস্যায় ফেলেছে অস্ট্রেলিয়াকে।