নয়াদিল্লি: মাঙ্কিগেট বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতের অফ স্পিনার হরভজন সিংহ। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এসে হরভজন জানান, স্লেজিংয়ে বিরক্ত হয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডারেন লেম্যানকে প্রশ্ন করেছিলেন, তিনি কি সন্তানসম্ভবা? ডারেল লেম্যান বর্তমানে অস্ট্রেলিয়া দলের হেডকোচ। কিন্তু সেদিন ভারী চেহারার এই অসি ক্রিকেটারের স্লেজিংয়ের পাল্টা হিসেবে ভাজ্জি ছিলেন ফ্রন্টফুটে। শুধু লেম্যানকে সন্তানসম্ভবা কিনা জিজ্ঞাসা নয়, তাঁর পেট দেখিয়ে সেদিন ভাজ্জি জানান, এত বড় ভুঁড়ি নিয়ে ক্রিকেট খেলো কি করে?
ভাজ্জি জানিয়েছেন, তিনি অসি খেলোয়াড়দের স্লেজিং শুনে চুপ করে বসে থাকার পাত্র ছিলেন না। তিনি পাল্টা জবাব দিতেন। হরভজন বলেছেন, অসি ক্রিকেটাররা মনে করত যে, ওরাই সুপারস্টার। ওদের কেউ হারাতে পারে না। ওরা সব সময় বিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করত। কিন্তু তাঁকে সহজে চাপে ফেলা যায় না। ভাজ্জি বলেছেন, তিনি পঞ্জাবি, তাই মনের কথা বলে ফেলেন। তিনি জানিয়েছেন, গ্লেন ম্যাক গ্রা এবং লেম্যানের মতো খেলোয়াড়দেরও তিনি ছেড়ে কথা বলতেন না।
হরভজন বলেছেন, তিনি তখন ব্যাটিং করছিলেন। লেম্যান তখন তাঁকে স্লেজিং করছিলেন। বিরক্ত হয়ে হরভজন ইশারায় পেট দেখিয়ে লেম্যানকে জিজ্ঞাসা করেন, তুমি কি অন্তঃস্বত্ত্বা? এ কথা লেম্যান ওয়ার্নকে বলেন। ওয়ার্ন শুনেই হেসে ফেলেন।
ভাজ্জি অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে তাঁর বিবাদ নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, সাইমন্ডসকে মোটেই বাঁদর বলিনি। এটা ওর অভিযোগ ছিল।আমি ওকে বলেছিলাম, তোমার মায়ের..হাতের রুটি খেতে ইচ্ছে করছে। এ কথা ও শোনেনি। আসলে ও হিন্দি বোঝে না, আমার আমি ইংরেজি বলতে পারি না।
পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের সঙ্গেও মাঠে তর্ক-বিতর্ক হত বলে জানিয়েছেন ভাজ্জি। তবে মাঠের বাইরে তাঁরা বন্ধু ছিলেন।


এখানেই শেষ নয়, টেলিভিশন অনুষ্ঠানে হরভজনের স্বীকারোক্তি, আইপিএলে শ্রীসন্থকে চড় মারা তাঁর উচিত হয়নি। তবে শ্রীসন্থ সেদিন অযথা নাটক করছিলেন বলে দাবি ভাজ্জির।