বুয়েন আয়ার্স: ঘরের মাঠ, চেনা পরিবেশ, চেনা সমর্থক। কিন্তু সেই সুবিধে তুলতে পারল না আর্জেন্তিনা ফুটবল দল। কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল তারা। গোটা ম্যাচে হাজার চেষ্টা করেও গোলমুখ খুলতে পারলেন না লিওনেল মেসি। আগামী বছর কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার ম্যাচ ছিল সাদা-নীল ব্রিগেডের কাছে। কিন্তু ম্যাচ ড্র হলেও কাতার বিশ্বকাপের টিকিট পাকা করে নিল আর্জেন্তিনা।


ম্যাচের প্রথম থেকেই অনেক সুযোগ পেয়েছিল আর্জেন্তিনা শিবির। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। অ্যাঙ্খেল দি মারিয়ার একটি শট বারপোস্টের ওপর দিয়ে উড়ে যায়। এছাড়াও মেসি বারবার প্রতিপক্ষের ডি বক্সের সামনে পৌঁছলেও সেখান থেকে গোলের রাস্তা বের করতে পারেননি। গোটা ম্যাচে মেসির একমাত্র উল্লেখযোগ্য শট এসেছিল খেলার শেষের দিকে। যদিও তা আটকে দিয়েছিলেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণ করতে থাকে। কিন্তু কাজের কাজ করে উঠতে পারেনি কেউই। ফলে ম্যাচ ড্র হয়ে যায়। এই ম্যাচ ড্র করেও বিশ্বকাপের টিকিট পাকা করল আর্জেন্তিনা। তবে ব্রাজিলের ১৩ ম্যাচ জয়ের রথ থামিয়ে দিল মেসি বাহিনী। এদিন চোটের জন্য় খেলেননি নেমার।


এর আগে দক্ষিণ আমেরিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল ব্রাজিল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্তিনা। এর আগে লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল ব্রাজিল (brazil)। গত মাসে কলম্বিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই হারতে হয়েছিল। এবার সেই কলম্বিয়ার বিরুদ্ধেই জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেন নেমাররা (neymer)। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১১টি জয় ও ১টি ড্র সহকারে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ব্রাজিল। উরুগুয়ের থেকেও ১৯ পয়েন্টে এগিয়ে তারা।


এদিন ম্যাচের শুরু থেকেই প্রত্যাশামতোই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল তিতের ছেলেরা। ম্যাচে প্রথম উল্লেখযোগ্য সুযোগ যদিও তৈরি করে কলম্বিয়া। সপ্তম মিনিটে আচমকা অনেক দূর থেকে শট নেন উইলমার বারিওস। বুলেট গতিতে বল ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। এরপর আর কোনও সুযোগ তৈরি করতে পারেনি কলম্বিয়া।


আরও পড়ুন: ''ক্রিকেটাররা মেশিন নয়, রোজ পারফর্ম করা সম্ভব নয়'', সতীর্থদের পাশে রোহিত