মস্কো: আজ নাইজেরিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে আর্জেন্টিনা। শেষ ষোলোয় ওঠার জন্য আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকার পাশাপাশি নাইজেরিয়ার বিরুদ্ধে জিততেই হবে নীল-সাদা জার্সিরদের।
এরইমধ্যে পিটার্সবার্গের বিড়াল একিলিসের 'ভবিষ্যদ্বাণী'ও সামনে এসেছে। বিশ্বকাপে 'ভবিষ্যতদ্রষ্টা' হিসেবে বিড়ালটি ইতিমধ্যেই একটু আধটু খ্যাতি পেয়েছে। আর আজকের ওই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সে যে 'ভবিষ্যতবাণী' করেছে, তাতে কুসংস্কারাচ্ছন্ন আর্জেন্টিনীয় সমর্থকদের বুক কাঁপতে বাধ্য। বিড়ালটি নাকি নাইজেরিয়াকে জয়ী হিসেবে বেছে নিয়েছে। একিলিসের কাছে ম্যাচের ফল জানতে খাবারের কয়েকটি পাত্র রাখা হয়। সেই পাত্রগুলির সঙ্গে থাকে সংশ্লিষ্ট দলগুলির পতাকা। যে দলের পতাকা নিচে রাখা পাত্র থেকে একিলিস খাবর খায়, তাকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে পূর্বাভাস দেওয়া হয়। এক্ষেত্রে বিড়ালটি নাইজিরিয়াকে জয়ী দল বলে আগাম ঠাওরেছে।
২০১৪ বিশ্বকাপে ম্যাচের আগেই ফলাফলের পূর্বাভাস দেওয়ার কাজটি করত পল নামে একটি অক্টোপাস। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সহ সাতটি ম্যাচের সঠিক ভবিষ্যত বাণী করে রাতারাতি তারকা খ্যাতি পেয়ে গিয়েছিল সেই অক্টোপাসটি।
এবার এই ফলাফলের পূর্বাভাস দিচ্ছে একিলিস।
যদিও ম্যাচের লড়াইয়ে এসব পূর্বাভাসের কোনও রেশই থাকে না। আজ নাইজিরিয়া ও আর্জেন্টিনা সহ আইসল্যান্ডের কাছে রয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে ক্রোয়েশিয়া। আজ হারলেই বিশ্বকাপ অভিযান এবারের মতো শেষ হয়ে যাবে লিওনেল মেসির দলের।
দুনিয়ায় যত আর্জেন্তিনা ভক্ত আছেন, সবার একটাই কামনা, মঙ্গলবারে মঙ্গল হোক মেসিদের! ফর্মে ফিরুন এলএম টেন। লাতিন আমেরিকানদের শেষ ষোলের টিকিট নিশ্চিত হোক। এবার দেখে নেওয়া যাক কোন অঙ্কে শেষ ষোলোয় পৌঁছবে আর্জেন্তিনা।
এই মুহূর্তে গ্রুপ টেবিলের যা অবস্থা, তাতে ক্রোয়েশিয়া ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে। আইসল্যান্ডকে ২ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে নাইজেরিয়া। আইসল্যান্ড ১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তালিকায় তৃতীয়। আর গোলপার্থক্যে চতুর্থ স্থানে আর্জেন্তিনা।
তাই আর্জেন্তিনাকে পরের রাউন্ডে যেতে হলে নাইজেরিয়ার বিরুদ্ধে জিততেই হবে।
আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করে বা হারে, তাহলে ন্যূনতম ১ গোলে নাইজেরিয়াকে হারালেই নকআউটে চলে যাবে আর্জেন্তিনা। সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে ৪।
আর যদি ক্রোয়েশিয়াকে শেষ ম্যাচে আইসল্যান্ড হারিয়ে দেয়, সেক্ষেত্রে, আইসল্যান্ড যত গোলে জিতবে, তার চেয়ে বেশি গোল করে নাইজেরিয়াকে হারাতে হবে মেসিদের।
মঙ্গলবার একই সময়ে দুটি ম্যাচ। আর্জেন্তিনার ভক্তদের নজর থাকবে রস্তভ অন দন ও সেন্ট পিটার্সবার্গের দুটি স্টেডিয়ামের দিকেই।
বিড়াল একিলিসের 'ভবিষ্যদ্বাণী', হারবেন মেসিরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jun 2018 07:01 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -